পিয়ালী দাস,বীরভূমঃ
বীরভূম সফরে এসে জেলায় বেড়ে চলা পথ দুর্ঘটনা নিয়ে পুলিশ সুপারকে তীব্র ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও ভাবেই জাতীয় সড়কে দুর্ঘটনায় লাগাম পড়ানো যাচ্ছে না। শুক্রবার ভোররাতে ফের পথ দুর্ঘটনার কবলে পড়ল দু’টি লরি। প্রাণ গেল ছয় শ্রমিকের।গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরও পাঁচ জন।
আরও পড়ুন: স্কুলমুখী করতে পড়ুয়াদের জন্মদিন পালনের উদ্যোগ
দুবরাজপুর থানার গোপালপুর ৬০ নম্বর জাতীয় সড়কে এ দিন মুখোমুখি ধাক্কা লাগে দু’টি লরির।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে ১১ জনের একটি দল ধান কিনতে বীরভূমের দুবরাজপুর যাচ্ছিল ম্যাটাডোরে করে। গোপালপুরের কাছে একটি পাথর বোঝাই লরির সঙ্গে ম্যাটাডোরটির মুখোমুখি সংঘর্ষ হয়।লরিটি সিউড়ি থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল।নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ধাক্কা মারে ম্যাটাডোরকে। ঘটনাস্থলে মৃত্যু হয় ছ’জনের।বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরাই।পুলিশ জানিয়েছে, মৃত মহম্মদ মোল্লা(৫০), নরুল মোল্লা(৪২), ফিরোজ শেখ(২৩) এবং আমানত শেখের (২০) বাড়ি আউশগ্রামের বেলেমাঠ গ্রামে।বাকি সামসুল মোল্লা(৪৫) ও সাওমনি মোল্লার বাড়ি আউশগ্রামের ডাঙাপাড়ায়।জখম পাঁচ জনের চিকিৎসা চলছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনায় আহত নিয়ামত শেখের কথায়, ‘‘আমরা ধান বোঝাই করার জন্য বর্ধমান থেকে সিউড়ি যাচ্ছিলাম। গোপালপুরের কাছে উল্টোদিক থেকে আসা একটি লরি আমাদের ধাক্কা মারল। এর পর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে জানলাম আমাদের ছয় সঙ্গীর মৃত্যু হয়েছে।’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584