নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা জয় করে ঘরে ফিরলেন ছয় জন। এরমধ্যে রয়েছেন চার স্বাস্থ্যকর্মী ও দুই ভিনরাজ্য ফেরত শ্রমিক। বুধবার রাতে স্বাস্থ্য দফতরের গাড়িতে করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। ওই চারজন স্বাস্থ্যকর্মীর মধ্যে তিনজনেরই বাড়ি কালিয়াগঞ্জ এলাকায়। আরেকজনের বাড়ি রায়গঞ্জ ব্লকে।
আর ভিন রাজ্য ফেরত দুই শ্রমিকের একজন রায়গঞ্জ থানার মধুপুরের বাসিন্দা। অপরজন রায়গঞ্জ থানার কমলাবাড়ির বাসিন্দা। ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট দিয়ে ওই ছয়জনকে সংবর্ধনা জানান কোভিড হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। জানা গিয়েছে, ২০ জুন ওই ছয়জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। দ্রুত তাদের রায়গঞ্জের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ নতুন অ্যাপ তৈরি করে বাজি মাত প্রিয়াংশুর
কোভিড হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট দিলীপকুমার গুপ্তা জানিয়েছেন, এর আগে বৃদ্ধ-বৃদ্ধাদের সুস্থ করে বাড়ি ফেরানো হয়েছে। এদিন চারজন স্বাস্থ্যকর্মী ও দু’জন ভিন রাজ্য ফেরত শ্রমিক সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। কোভিড হাসপাতালে নার্সিং সুপারিন্টেন্ডেন্ট বাপি বিশ্বাস বলেন, ‘স্বাস্থ্যকর্মীরা সুস্থ হয়ে বাড়ি ফেরায় আমরা খুশি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584