নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
আবারও জেলা পুলিশের সাফল্য। দিনের পর দিন ক্রমেই রাস্তাঘাটে বাড়ছে চুরি ছিনতাই। আর তাতেই ক্রমশ রাতের ঘুম উড়ে গিয়েছিল পুলিশ প্রশাসনের। অবশেষে বিশাল সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার পুলিশ। বেশ কয়েকদিন আগে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে রাস্তায় যাওয়ার পথে ওড়িশার এক ব্যক্তির কাছ থেকে মোবাইল চুরির ঘটনা ঘটে।
সেই চুরির ঘটনা পাঁশকুড়া থানার অদূরে ঘটে। সেই কেসে পাঁশকুড়া থানার পুলিশ তদন্তে নেমে বড় সাফল্য পেল। প্রথম কেসে দু’জনকে গ্রেফতার করা হয় গত ৫ ই আগস্ট। ১৬ ই আগস্ট দ্বিতীয় চুরির ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়। পরে ২৭ আগস্ট আরও তিনজনকে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ। তদন্তে নেমে ৩৮ টি মোবাইল ও চারটি পাসপোর্ট, চারটে ব্যাংকের পাস বই উদ্ধার করে পাঁশকুড়া থানার পুলিশ। এই কেসে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃ ইন্টারনেটে আত্মহত্যা সংক্রান্ত কিওয়ার্ডস সার্চের সংখ্যা বেড়েছে, বলছে গবেষণা
এদের সবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অদূরে বাড়ি। পূর্ব মেদিনীপুর জেলার অ্যাডিশনাল এসপি এম এম হাসান বলেন যে, “বিভিন্ন জায়গার মোবাইল চুরির ঘটনার পর আমাদের কাছে কমপ্লেন আসে। এরপর পাঁশকুড়া থানার ওসি অজয় মিশ্র তদন্তে নেমে প্রথম কেসে দুজন এবং দ্বিতীয় কেসে একজন, তৃতীয় বারে তিনজনকে গ্রেফতার করে।” তবে পুলিশের তৎপরতায় এবার এলাকায় চুরির ঘটনা কমতে পারে বলে মনে করছে এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584