নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলাতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার সাথে জড়িত থাকার অভিযোগে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে বহরমপুর থানার পুলিশ শনিবার ছয় জনকে আটক করল।
পুলিশ সূত্রের খবর মালদহ জেলার কালিয়াচকের বাসিন্দা অনুপম প্রামাণিক নামের একজন রাজ্য সরকারের গ্রুপ ডি পদে চাকরি করে দেওয়া হবে বলে ৫০হাজার টাকা দেয় মন্টু মন্ডল নামের এক ব্যক্তিকে। শনিবার বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আসেন অনুপম প্রামাণিক।
আরও পড়ুনঃ এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই! জলঙ্গীতে তৃণমূলকে তোপ সায়নদীপের
মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত পুলিশ কর্মীদের সন্দেহ হলে জিজ্ঞাসবাদ শুরু করে। তখন প্রতারিত অনুপম প্রামাণিক ও মন্টু মন্ডল সহ মোট ছয় জনকে আটক করে বহরমপুর থানার পুলিশ। এদের মধ্যে একজন গাড়ির চালকও রয়েছে।
কি কারণে তাদেরকে টাকা দেওয়া হয়েছিল ছয় জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584