শান্তনু সেনের পর সাসপেন্ড তৃণমূলের আরও ৬ সাংসদ

0
58

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন কে গোটা বাদল অধিবেশনের জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করেন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। আজ আরও ৬ সাংসদকে সাসপেন্ড করলেন তিনি।

Rajya Sabha
সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

দোলা সেন, আবির রঞ্জন বিশ্বাস, মহম্মদ নাদিমুল হক, শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ ও মৌসম বেনজির নূর এই ৬ সাংসদকে রাজ্যসভার চেয়ারম্যানকে অসম্মান করা ও ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর কারণে সাসপেন্ড করা হয়। তবে শান্তনু সেনকে যেমন গোটা বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে, এঁদের ক্ষেত্রে তেমনটা নয়। এই ৬ তৃণমূল সাংসদকে শুধুমাত্র আজকের জন্যই সাসপেন্ড করা হয়।

আরও পড়ুনঃ গরু ও কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের নতুন নাগরিকত্বের তথ্য সিবিআইয়ের হাতে

শান্তনু সেনের পর আরও ৬ জন তৃণমূল সাংসদ সাসপেন্ড, দোলা সেন, মহম্মদ নাদিমুল হক, আবির রঞ্জন বিশ্বাস, শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ, মৌসম বেনজির নূর। শুধুমাত্র আজকের জন্যই ৬ তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যানের পদকে অসম্মান করা ও ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোয় সাসপেন্ড করা হয় তাঁদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here