পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের ষষ্ঠ বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান

0
72

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ষষ্ঠ বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের। “গাছ লাগান দূষণ কমান” এই আপ্তবাক্যকে সামনে রেখে মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে রবিবার অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলা প্রেসক্লাবের ষষ্ঠ বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গর হাতে একটি করে বিভিন্ন ধরনের চারাগাছ তুলে দিয়ে এই বার্তা ঘোষনা করা হয় যে আগামী দিনে সমগ্ৰ জগৎকে বাঁচাতে হলে আমাদের কে বেশি বেশি করে গাছ লাগান প্রয়োজন।

গাছ লাগিয়ে দূষণ মুক্ত করার বার্তা দিচ্ছেন উপস্থিত ব্যক্তিবর্গ। নিজস্ব চিত্র

নাহলে যেমন পানীয় জল ক্রয় করতে হয়,সেরকমই অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাঁচতে হবে।ওই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, সাংসদ মানস ভুঁইয়া, সভাধিপতি উত্তরা সিংহ, জেলাশাসক পি মোহন গান্ধী, পুলিশ সুপার অলোক রাজোরিয়া,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক,নির্মল ঘোষ প্রমুখ।প্রতিবছরের ন্যায় এবছরও ফটোগ্রাফি প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের পুরষ্কৃত করা হয়।পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে একটু অন্যরকম অবদান রাখার জন্য ক্রীড়া জগতে অসাধারণ সাফল্যের জন্য পিংলা ব্লকের প্রত্যন্ত গ্ৰামের মেয়ে প্রনতি নায়েক, জীববৈচিত্র্য রক্ষায় কৌস্তুভ চক্রবর্ত্তী, নিজের জীবনের পরোয়া না করে ভরা বর্ষায় জলে তলিয়ে যাওয়া মাত্র আড়াই বছরের শিশুর জীবন ফিরিয়ে দেওয়া নারায়নগড় ব্লকের আজকের দূর্গা তথা রুম্পা প্রামাণিক, এই তিনজনকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়।সবশেষে দর্শকদের সুরের মুর্ছনায় ভাসিয়ে নিয়ে যান সুরজিৎ ও তার বন্ধুদের নিয়ে গঠিত বাংলা ব্যাণ্ড।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here