ষষ্ঠবেতন কমিশনের মেয়াদবৃদ্ধিতে ক্ষুব্ধ সরকারী কর্মচারীরা আন্দোলনের পথে

0
13958

নিজেস্ব প্রতিবেদক, কলকাতা 

নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বিক্ষোভ

ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ চলতি বছরের 25 নভেম্বর শেষ হওয়ার কথা কিন্তু পে কমিশনের চেয়ারম্যান কোন ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে না।বেতন কমিশনের সুপারিশ প্রদান ও রাজ্যসরকারকে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ দ্রুত প্রকাশ করার দাবীতে সল্টলেক বিধানচন্দ্র রায়ের মূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচী পালন করে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি।

কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। বুধবার নবান্ন থেকে এই বিজ্ঞপ্তি জারি হবার পরেই সরাকারী কর্মচারীদের ক্ষোভ বাড়তে থাকে।বৃহস্পতিবার থেকেই বিক্ষোভে নেমেছে বিভিন্ন কর্মী সংগঠন। একদিকে কেন্দ্র ও রাজ্যের ডি এ’ র পার্থক্য 39 শতাংশ আবার কেন্দ্র সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করেছে 2016 সালের 1 জানুয়ারী থেকে আর রাজ্য সরকার পুরানো কমিশনের মেয়াদ বাড়িয়ে চলেছে। 2015 ‘ র অক্টোবরে কমিশন গঠনের পরে এই নিয়ে তিন ধাপৈ আড়াই বছর মেয়াদ বাড়ল কমিশনের। কেন কমিশনের মেয়াদ বাড়ছে সরকার তার কোন কারনও ব্যাখা করে নি।
নিখিলবঙ্গ শিক্ষক সমিতির আজকের আন্দোলনের পাশাপাশি কো- অর্ডিনেশন কমিটি 16 নভেম্বর বেতন কমিশন অভিযানের ডাক দিয়েছে। কনফেডারেশন অব স্টেট গর্ভমেন্ট এমপ্লয়িজ, নবপর্যায়, আশা সহ দশটি কর্মী সংগঠন বেতন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখাবে।
বিরোধী কর্মী সংগঠনগুলি ক্ষোভে প্রতিবাদে ফেটে পড়ছে তখন সরকারি কর্মচারী ফেডারেশনের নেতারা উভয় সঙ্কটে না পারছে দাবীকে অস্বীকার করতে আবার না পারছে বিরোধীদের সাথে গলা মেলাতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here