রথযাত্রার পূর্বে পদত্যাগ ষাট বিজেপি কর্মীর

0
57

পিয়ালী দাস,বীরভূমঃ

রথের আগে বড়সড় ধাক্কা বীরভূম বিজেপিতে।একসঙ্গে পদত্যাগ করলেন ষাটজন বিজেপি নেতা কর্মী।ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে বিজেপির কিষান মোর্চার সম্পাদক শান্তনু মন্ডলের অপসারণকে কেন্দ্র করে।শান্তনু মন্ডলকে পদ থেকে সরিয়ে দেওয়া মেনে নিতে পারছে না জেলা বিজেপির একাংশ। তাদের দাবি জোর করে বল পূর্বক সরানো হয়েছে তাকে।তার প্রতিবাদেই পদত্যাগ।

নিজস্ব চিত্র

শান্তনুবাবুর জায়গায় বসানো হয়েছে সোমনাথ ঘোষকে।কী কারণে শান্তনু মন্ডলকে পদ থেকে সরানো হল বারবার জানতে চাওয়া হয়েছে জেলা নেতৃত্বের কাছে।জেলা নেতৃত্বের তরফে জবাব মিলেছে, এটা রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত।রাজ্য নেতৃত্বের কাছ থেকে অপসারণের কারণ সংক্রান্ত কোনও জবাব মেলেনি বলে জানিয়েছেন শান্তনুবাবুর সমর্থকরা।
দীর্ঘ টালবাহানার পর শনিবার বেলা এগারোটা নাগাদ প্রথমে সিউড়ির এসপি মোড়ে বিজেপির কার্যালয়ে ও পরে বিজেপির জেলা সদর দফতরে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা।এরপরও জেলা সভাপতি দেখা না-মেলায় সেখানেই পদত্যাগ করেন ষাটজন বিজেপি নেতা কর্মী।
বিক্ষুব্ধ এই বিজেপি কর্মীদের যদিও দাবি, রথযাত্রার কর্মসূচিতে এর প্রভাব পড়বে না। সেই কর্মসূচিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে তারা।সূচি অনুসারে ১৭ ডিসেম্বর রথ বীরভূম ছেড়ে বেরোলে বিক্ষুব্ধ ওই ষাটজন অনশনে বসবেন বলেও জানিয়েছেন। অনশনেও সুরাহা না হলে কলকাতায় বিজেপির সদর দফতরের সামনে গণ আত্মাহুতির হুমকি দিয়েছেন তাঁরা।

নিজস্ব চিত্র

তবে এবারই প্রথম নয়, এর আগেও বিজেপির বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। এমনকী প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডলের গোষ্ঠীর সঙ্গে রামকৃষ্ণ গোষ্ঠীর সদস্যদের কয়েকবার হাতাহাতিও হয়েছে। সব মিলিয়ে ক্রমশ নিয়ন্ত্রণহীন হচ্ছে বীরভূমে বিজেপির গোষ্ঠী কোন্দল।
তবে বীরভূমের বিজেপির জেলা সভাপতিকে বিষয় টি নিয়ে ফোন করা হলে তিনি ফোন ধরেন নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here