মনিরুল হক,কোচবিহারঃ
নদীর চর থেকে নর কঙ্কাল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ কোচবিহার কোতোয়ালি থানায় পুঁটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকার মানসাই নদীর চর থেকে ওই কঙ্কাল উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ সেখানে ছুটে গিয়ে ওই কঙ্কালের বিভিন্ন অংশ সহ আরও বেশ কিছু জিনিস উদ্ধার করে নিয়ে আসে।
আরও পড়ুন: রাস্তা সম্প্রসারণের কাজে উদ্ধার নর কঙ্কাল
উদ্ধার হওয়া ওই জিনিস গুলোর মধ্যে হাতের চুরি,গলার মালা,আধার কার্ড, ওড়না,পায়ের মোজা রয়েছে। পুলিশ এখনই ওই কঙ্কালের পরিচয় নিয়ে নিশ্চিত করে কিছু না জানালেও আধার কার্ড দেখে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে ওই কঙ্কাল কোন যুবতীর হবে।উদ্ধার হওয়া আধার কার্ডে নাম রয়েছে সুমিত্রা সরকার। বাবার নাম প্রফুল্ল সরকার। ঠিকানা কাশিয়াবাড়ি কোচবিহার ১ নম্বর ব্লক।
এদিন সকালে শিবচর নামে মানসাই নদীর ওই চরে একটি মাথার খুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরেই একটি গর্তের মত জায়গায় আরও বেশ কিছু হাড়গোড় পড়ে থাকতে দেখেন। হাতের চুরি, গলার মালা ও আধার কার্ড দেখতে পান।খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ ভিড় জমাতে শুরু করেন।
খবর পেয়ে পুলিশও সেখানে পৌঁছায়। কিন্তু আধার কার্ডের যুবতীর সাথে ওই কঙ্কালের কোন সম্পর্ক আছে কিনা, তা নিয়ে পুলিশ নিশ্চিত হতে পারে নি। তবে ওই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, কেউ খুন করে নদীর চরে বালির নীচে পুঁতে দিয়ে গিয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পর তা উঠে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584