ওপার বাংলার শিল্পীর পেনসিল বন্দি সুশান্ত সিং রাজপুত

0
660

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বলিউড স্টার সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় সংবাদ মাধ্যম। প্রতিদিনই উঠে আসছে কোনও না কোনও নতুন তথ্য। বলা ভাল গুঞ্জন। কেউ বলছে নিছকই আত্মহত্যা কেউ বা বলছেন তাঁকে মেরে ফেলা হয়েছে। যে যাওয়ার সে চলে আছে। পরিবারের কাছে পড়ে আছে শুধুই স্মৃতি। আর কিছু মানুষ একের পর এক তথ্য নিয়ে চালিয়ে যাচ্ছে সুশান্ত অভিযান। সংবাদ মাধ্যমের এটি দায়িত্বের মধ্যে পড়ে।

Sushant Singh rajput | newsfront.co
তাপসের পেন্সিলে সুশান্ত

আসল তথ্য সকলের কাছে সময়ে সময়ে তুলে ধরা সংবাদ মাধ্যমের কাজ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যাঁরা সুশান্তের জন্য কেঁদে ভাসাচ্ছেন তাঁরা সুশান্তের কয়খানি কাজ দেখেছেন তা নিয়ে সন্দেহ আছে।…
সুশান্তকে নিয়ে এই ডামাডোলের কালে সামাজিক মাধ্যমে অনুরাগ উগড়ে না দিয়ে অভিনেতার প্রতি অন্য ঢঙে শ্রদ্ধাজ্ঞাপন করলেন ওপার বাংলার শিল্পী তাপস কর্মকার। শিল্পী আঁকলেন সুশান্তকে।

Tapas Karmakar | newsfront.co
তাপস কর্মকার,শিল্পী

আরও পড়ুনঃ অ্যামাজনে ‘ব্রেথ: ইনটু দ্য শ্যাডোস’

প্রচারবিমুখ এই শিল্পী সুশান্তকে এঁকেছেন পেনসিলের টানে। এতে নেই কোনও রঙের কারিকুরি। শিল্পী দীর্ঘকাল ধরে শিল্পকর্মের অধ্যবসায়ে নিবেদিতপ্রাণ। বিভিন্ন সময়ে তাপস কর্মকারের তুলির টানে জীবন্ত হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায় সহ আরও বহু নামী ব্যক্তিত্ব। এঁকেছেন কাছের মানুষদেরও ছবি। শিল্পীর হাত এবং তুলি আজীবন সচল থাকুক এই শুভকামনা নিউজ ফ্রন্ট-এর তরফ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here