বিদ্যালয়ে আকাশ পর্যবেক্ষণ সেমিনার

0
118

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Sky observation seminar at school
নিজস্ব চিত্র

বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মহাকাশ সম্বন্ধে আগ্রহ বাড়াতে পশ্চিম মেদিনীপুরের শালবনীর ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সারাদিন ব্যাপী আকাশ পর্যবেক্ষণ সেমিনার। ডিসেম্বর ২০১৮ ছিল বিদ্যালয়ের সুবর্ন জয়ন্তী বর্ষ। সুবর্ণ জয়ন্তী বর্ষকে ঘিরে নানান অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

Sky observation seminar at school
নিজস্ব চিত্র

সেই
সুবর্ণ জয়ন্তী বর্ষের অন্যতম সেরা আকর্ষণ ছিলো আকাশ পর্যবেক্ষণ ও সেমিনার।মঙ্গলবার বিকেল ৪ টা থেকে এই সেমিনার শুরু হয়।সেমিনারে উপস্থিত ছিলেন ড: মাখনলাল নন্দ গোস্বামী (অধ্যাপক ,মেদিনীপুর কলেজ),শ্রী সুচাঁদ পান (সম্পাদক ,মেদিনীপুর সায়েন্স সেন্টার),ড.মৃন্ময় হোতা (প্রধান শিক্ষক , দহিজুড়ি মহাত্মা বিদ্যাপীঠ),শ্রী সঞ্জয় মালাকার (সমষ্টি উন্নয়ন আধিকারিক ,শালবনী),ড. প্রসূন কুমার পড়িয়া (প্রধান শিক্ষক ,মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ), বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড: অমিতেশ চৌধুরী প্রমুখ।রাত্রি দশটা পর্যন্ত চলা পর্যবেক্ষণ সেমিনারে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুনঃ ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের সেমিনার

Sky observation seminar at school
নিজস্ব চিত্র

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড: অমিতেশ চৌধুরী জানান, ” মূলত ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতেই এই ধরনের সেমিনারের আয়োজন করা হয়।পরবর্তী সময়ে এই ধরনের সেমিনার আরো বেশি করে করার চেষ্টা করবো ছাত্রছাত্রীদের স্বার্থে।” নতুন ভাবে আকাশ জগৎ দেখতে পেয়ে খুশি পড়ুয়ারাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here