নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিজেপির পথ অবরোধকে ঘিরে সংঘর্ষ তৃনমুল বিজেপি’র।ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাই হালদার দীঘিতে। গতকাল কাঁথিতে বিজেপি রাজ্য সভাপতির গাড়ি ভাঙ্গচুর ও হেনস্থার প্রতিবাদে আজকে ক্ষীরপাই বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে ক্ষীরপাই হালদার দীঘিতে রাজ্য সড়ক অবরোধ করা হয়। অবরোধ চলাকালীন বিধায়িকা ছায়া দোলই এর গাড়ি চলে আসে। কলেজের অনুষ্ঠানে যাবেন বলে ছেড়ে দেওয়ার জন্য বললে বিধায়িকাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও টোন করতে থাকে বিজেপির কর্মীরা বলে অভিযোগ।
গাড়ি থেকে নেমে বিধায়িকা ঘটনার প্রতিবাদ করলে বিজেপির কর্মীরা উত্তেজিত হয়ে তেড়ে আসে বিধায়িকার দিকে।ঘটনায় উভয় পক্ষ বচসায় জড়িয়ে পড়ে।ঘটনাস্থলে ছিল ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ,তারা পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। বিধায়িকাকে হেনস্থার খবর পৌঁছয় তৃনমুল কর্মী ও নেতাদের মধ্য। ঘটনস্থালে পৌঁছে যায় তৃনমুলের কর্মীরাও। উভয় পক্ষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। বিজেপির পতাকা ছাড়িয়ে তাদের কর্মীদের উপর চড়াও হয় তৃনমুল কর্মীরা বলে অভিযোগ।বেগতিক বুঝে বিজেপির কর্মীরা দৌড়ে পালানোর চেষ্টা করে।ঘটনায় কয়েজন বিজেপি কর্মীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় প্রকাশ্য রাস্তায় বলে অভিযোগ। বিজেপির ঘাটাল সাংগঠিক জেলার সম্পাদক সুশান্ত মন্ডলকে পুলিশ উদ্ধার করে গাড়িতে তুলতে গেলে তাকেও ধরে মারধর করা হয় বলে অভিযোগ।পরে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাস্থলে রয়েছে পুলিশ,এলাকা থমথমে।
আরও পড়ুনঃ বুদবুদে তৃণমূল শিক্ষক সংগঠনের বার্ষিক সম্মেলন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584