নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বাজারে মোটা অংকের দেনা রয়েছে,সেই দেনার চাপ তার ওপর পুজোর মুখে মোটা অংকের টাকার স্টেশনারি দোকানের মাল কেনার জন্য পাঠিয়েছিল অন্যের হাতে, সেই টাকা ও চোট হয়ে যায় বলে অভিযোগ, মানসিকভাবে ভেঙে পড়েন এক স্টেশনারি ব্যবসায়ী,আজ দোকান খুলেই ধুপ ধুনো দিয়ে নিজের গলায় কাটারির কোপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন কাঁথির রাজা বাজারের ব্যবসায়ী অজয় কুমার বেরা ।
অজয় বাবুর চিৎকার শুনে পাশাপাশি দোকানদাররা ছুটে আসেন,দোকানে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে চিৎকার করছে,আর্তনাদ বাঁচার চিৎকার,দোকানের দোতলায় থাকতেন তার স্ত্রী ও মেয়ে,তড়িঘড়ি কাঁথি হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হচ্ছে বুঝে ডাক্তাররা কলকাতায় রেফার করেছে ,এমন পরিস্থিতিতে বাজার ব্যবসায়ী সমিতি ও পরিবারে শোকের ছায়া পড়েছে।কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির তদন্ত শুরু করেছে ইতিমধ্যে।
আরও পড়ুনঃ কাপড়ের দোকানে আগুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584