নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রেলের জায়গায় অবৈধভাবে দোকান বানানোর অভিযোগে রেল কর্তৃপক্ষ মঙ্গলবার অবৈধ দোকান গুলি ভাঙতে এলে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের। বাধ্য হয়ে পিছু হটতে হয় রেল কর্তৃপক্ষকে।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর লোকাল থানা মোড় এলাকায়। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে রেলের খালি জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ করেছিলেন একাধিক ব্যবসায়ী। রেলের আরপিএফরা মঙ্গলবার তা ভাঙতে আসায় এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় রেল কর্তৃপক্ষদের।
আরও পড়ুনঃ অক্টোবরের শুরুতে তিন দিন বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল
এলাকাবাসীদের দাবি, কোনমতেই নির্মাণকাজ তারা ভাঙতে দেবে না। জোর করে দোকান ভেঙে দেওয়ার প্রতিবাদে লোকাল থানা মোড় এলাকার রাজ্য সড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করে এলাকাবাসীরা। পরবর্তীকালে রেল কর্তৃপক্ষ পিছু হটে। এই ঘটনা ছড়িয়ে পড়তেই যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584