নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মঙ্গলবার গভীর রাতে ফের হাতির তান্ডব আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের রহিমপুর চা বাগানের মন্দির লাইনে হাতির হানায় সর্বসান্ত হন এক ক্ষুদ্র ব্যবসায়ী । পাশাপাশি ঘর ভেঙে সারাড় করল অঙ্গনাওযারি কেন্দ্রের খাদ্য । স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে দুটি হাতি রাত ১ টা নাগাদ অঙ্গনাওযারি কেন্দ্রে হানা দিয়ে ৪/৫ টি বস্তা চাল খেয়ে রান্নার বাসন পত্রগুলি ভেঙে দেয় ।
গ্রামবাসীরা তাড়া দিলে সে সময় পালিয়ে যায় হাতির দল । ফের রাত ৩ টা নাগাদ ফিরে এসে একটি মুদি দোকানে হানা দিয়ে দরজা ও দেওয়াল ভেঙে চাল বিস্কুট এবং অন্যান্য খাবার খেয়ে দোকান ঘরটি তছনছ করে হাতির দল । ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী সুব্রত দত্ত বলেন, হাতি দুটি চলে গিয়ে ফের ফিরত এসে আমার দোকানে হানা দেয় । ২০ বস্তা চাল খেয়ে তছনছ করে ঘরটি । আমার ব্যাপক ক্ষতি হয়েছে । এখন আতঙ্কে আছি ।
আই সি ডি এস কেন্দ্রের ওয়াকার হিরণমনি কামি বলেন, “সকালে সেন্টারে এসে দেখি দরজা জানালা ভাঙা । বাসন পত্র ভেঙে পরে আছে । বিষয় টি উদ্ধতন কতৃপক্ষ কে জানিয়েছি” । দলগাঁও বন দপ্তরের রেঞ্জার রাজীব দে জানান,”অঙ্গনাওযারি কেন্দ্রটিভি সরকারি তাই বন দপ্তরের ক্ষতি পূরণ দেবার প্রয়োজন নেই । এছাড়া ও দোকান ঘর টির বৈধ কাগজ পত্র না থাকলে ক্ষতি পূরণের ব্যাবস্থা নেই” ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584