সুদীপ পাল,বর্ধমানঃ
প্ল্যাটফর্ম ছোট তাই গোটা ট্রেন সেখানে আঁটেনা। বাধ্য হয়ে যাত্রীদের নামতে হয় রেললাইনেই। এমনই হাল ‘মডেল’ স্টেশন গুসকরার। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখন ৩৪৫ মিটার বড় ট্রেনকে আঁটাতে গেলে প্ল্যাটফর্মকে আরও ২৪০ মিটার লম্বা করতে হবে। রামপুরহাট লুপ লাইনে গুসকরা অত্যন্ত গুরুত্বপূর্ন স্টেশন। বিশ্বভারতী প্যাসেঞ্জার, ইন্টারসিটি এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস বা উত্তরবঙ্গ এক্সপ্রেসের মতো ট্রেনগুলির স্টপেজ থাকলেও ওই সমস্ত ট্রেনের পিছনের কামরাগুলি প্ল্যাটফর্মের বাইরেই থাকে। ফলে এই কামরাগুলির যাত্রীদের প্ল্যাটফর্মের বাইরেই নামতে হয়। ট্রেন থেকে নামার পর পাথরের মধ্যে দিয়ে হেঁটে আসতে হয়। অভিযোগ প্লাটফর্মের ওঠার আগে পাশে রয়েছে ঝোপ জঙ্গল। বিষধর সাপও রয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে এভাবেই চলে ট্রেন থেকে নামা।
বেশ কয়েকবার এইভাবে ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুও হয়েছে। কিন্তু তাতেও রেলের দিক থেকে এ নিয়ে কোনও উদ্যোগ নেই। বিষয়টি নিয়ে একাধিকবার রেলের আধিকারিকদের কাছে দাবি জানানো হলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ গুসকরার বাসিন্দাদের। তাঁদের বক্তব্য, নামেই মডেল স্টেশন। ট্রেনে নামা চাপার সামান্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সবাই। গুসকরা কনজিউমার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তরফে প্লাটফর্ম নিয়ে স্মারকলিপি পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হলে বলা হয়, প্রস্তাব দফতরের অনুমোদনের রেল দফতরে পাঠানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584