নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বন্য প্রান সংরক্ষন আইন অনুযায়ি জলদাপাড়ায় বন ভ্রমনের ভাবনার পরিবর্তন করল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ । শুধু জঙ্গলের ভেতর শুধু জঙ্গল আর বন্যপ্রানী দেখার জন্য বনভ্রমন নয়, এখন থেকে জাতীয় উদ্যান ভ্রমন করানো হবে মুলত পরিবেশ শিক্ষার পাঠ দেওয়ার জন্য।
জানা গিয়েছে, জলদাপাড়া জাতীয় উদ্যানের কোদাল বস্তি ও চিলাপাতার জঙ্গলে কার সাফারির ফি ১১০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে। এছাড়া ফরেস্ট গাইডদের চার্জ ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। এছাড়া গাইডদের পরিচয় পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। জলদাপাড়া জাতীয় উদ্যানে পর্যটনে এতদিন স্থানীয় লোক সংস্কৃতিতে নাচ গানের ব্যবস্থা ছিল না। এবার থেকে লোক নাচ ও গান পর্যটনের প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভুটান পাহাড়ের কোলে টোটোপাড়াকেও পর্যটনের আওতায় আনা হয়েছে। এছাড়া পর্যটকদের জন্য আরও বেশি টয়লেট, বাথরুম সহ নানান পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।
জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারি বন্যপ্রান সহায়ক মনিশ কুমার যাদব বলেন, “ মানুষ জঙ্গল ভ্রমন শুধু বন ও বন্যপ্রান দেখার কারনে করে থাকেন। কিন্তু আমরা এই ভাবনার পরিবর্তন আনছি। জাতীয় উদ্যান ভ্রমনকে আমরা পরিবেশ শিক্ষার পাঠদান প্রক্রিয়া বলে ভাবতে শুরু করব। এই ভাবনার পরিবর্তনের কারনে সব পর্যটকদের যেভাবে পরিবেশ শিক্ষা দেওয়া হবে সেই বিষয়ে ফরেস্ট গাইডদের উপযুক্ত প্রশিক্ষন দেওয়া হবে। এর মানে এই নয় যে জঙ্গল ও বন্যপ্রান দেখার আনন্দ নষ্ট হয়ে যাবে। আমরা চাইছি ভাবনার পরিবর্তন করতে যাতে কি না পর্যটন পরিবেশ সংরক্ষনের সহায়ক হয়। এছাড়া জলদাপাড়া পর্যটনের ফি বাড়ানো, গাইডদের পরিচয় পত্র প্রদান সহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।”
আরও পড়ুনঃ সুবর্নরেখা মহাবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘স্বেচ্ছায় রক্তদান শিবির’
উল্লেখ্য, গত মঙ্গলবার বিভিন্ন হোটেল, রিসোর্ট মালিক, পর্যটন সংস্থা ও বনদফতরের গাইডদের নিয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এক কথায় জলদাপাড়া জাতীয় উদ্যানে জঙ্গল ভ্রমন আরও স্মার্ট ও আধুনিক হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584