নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
শুরু হয়েছিল শুধুমাত্র নিখাদ হাসির জন্য। মানুষকে হাসিয়েও আনন্দ পাওয়া যায়। আর তা যদি নিজেদের মাতৃভাষায়, তাহলে তার মজাই তো আলাদা! সে রকমই পাঁচজন বন্ধু মিলে গোপীবল্লভপুর থেকে যাত্রা শুরু করেছিল ‘মরাকুয়া’ ফেসবুক পেজটির। যেখানে বাংলাড়িয়া ভাষার ফুলঝুরি মানুষের মনে আনন্দের ফল্গুধারা এনে দিয়েছে।
শুধুই ভাষায় নয়, তাঁদের কাজেও মানুষের জীবনে হাসি ফোটাতে পেরেছে। ইতিমধ্যে, নিজেদের সাধ্য মত গোপীবল্লভপুর ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য আর্থিক সাহায্যের অকৃপণ হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা। এবারের পুজোতে বাদ রইল না কচি-কাঁচাদের নিখাদ হাসির উজ্জ্বল মুখগুলি। যে মুখের হাসি মানুষের মনকে ভরিয়ে দিতে পারে। মন খারাপের দিনে এনে দেয় আনন্দ সঞ্চার। পুজোর আগেই মঙ্গলবার কচি-কাঁচাদের হাতে তুলে দেওয়া হল নতুন পোষাক। আর তা পেয়েই আনন্দধারায় মাতল খুদেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584