সুদীপ পাল, বর্ধমানঃ
পশ্চিম বর্ধমান জেলাকে ইতিমধ্যেই ধূমপানমুক্ত জেলা হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। এবার কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরের আশপাশের ১০০ মিটার এলাকা ধূমপান-মুক্ত অঞ্চল বলে ঘোষণা করল। পড়ুয়াদের স্বার্থে এই পরামর্শ কার্যকর করার কথা ভাবা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী।
রাজ্যে প্রথম বিশ্ববিদ্যালয় হিসাবে এই সিদ্ধান্তকে কার্যকর করতে এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় লাগোয়া একশো মিটার এলাকায় কোনও ভাবেই ধূমপান করা যাবে না বলে বিজ্ঞপ্তি জারি হয়েছে।
আরও পড়ুনঃ আর্মি কুকুরকে টেক্কা দিতে রাস্তায় সিংহ নামাল প্রতিবাদী
একই সাথে এই এলাকার দোকানে তামাক জাতীয় সামগ্রী বিক্রি করা যাবে না বলেও জানানো হয়েছে। প্রাথমিক ভাবে বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলেও পরের ধাপে ২১টি কলেজে এই নিয়ম চালু করা হবে বলে জানান উপাচার্য৷ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা এবং পড়ুয়ারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584