লকডাউনের সুযোগ নিয়ে মাথাচাড়া মাটি মাফিয়াদের

0
32

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

লকডাউনের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে মাটি মাফিয়ারা। সরকারি কর ফাঁকি দিয়ে প্রকাশ্যে কেটে নেওয়া হচ্ছে বিঘার পর বিঘা জমির মাটি। পুলিশকে মাসোয়ারা দিয়ে চালাচ্ছে এই কারবার। প্রকাশ্যে এই কথা বলেছেও তারা। এই ধরনের ঘটনা  ঘটছে মালদহের হবিবপুর এলাকায়। হবিবপুর থানার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

smuggler stolen soil in habibur | newsfront.co
নিজস্ব চিত্র

মালদহের হবিবপুর এলাকায় লকডাউনের সুযোগে বিঘার পর বিঘা জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। হবিবপুর থানা পুলিশের বিরুদ্ধে এদের কাছ থেকে মাসোহারা নেওয়ার অভিযোগ উঠেছে। রয়েলিটি না দিয়ে এই মাটি কাটা হচ্ছে। জেসিপি দিয়ে মাটি খোঁড়া হচ্ছে। এরপরেই মাটি ট্রাক্টর করে বিভিন্ন জায়গায় চালান করা হচ্ছে।

আরও পড়ুনঃ মাদক পাচার, সোনা চুরিকাণ্ডে জোড়া সাফল্য রায়গঞ্জ পুলিশের

মালদহ জেলা পরিষদের ভূমি কর্মদক্ষ পিঙ্কি সরকার ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন।তিনি বলেন, ‘এইসব বরদাস্ত করা হবে না। প্রশাসনকে যথাযোগ্য আইনি ব্যবস্থা নিতে বলা হবে। কেউ যদি মাসোয়ারা নিয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here