সুদীপ পাল,বর্ধমানঃ
সরকারি আবাসন সরকারি কর্মচারীদের ই থাকার কথা কিন্তু আউশগ্রাম ১ নং ব্লকের খোদ বিডিও-র আবাসন থেকে উদ্ধার হল সাপ।খোদ বিডিও-র আবাসনে সাপের দেখা পাওয়ার পর এলাকাবাসী বিস্ময়ে হতবাক। বিডিও-র আবাসনের ভিতর থেকে বেরিয়েছে তিনটি মস্ত গোখরো। আবাসনের বাইরে ব্লক চত্বর থেকেও দুটি চন্দ্রবোরা সাপ বের কর হয়।এলাকাবাসীর বক্তব্য,আউশগ্রাম-১ ব্লক চত্বরে ৩৫টি আবাসন রয়েছে।তার মধ্যে কিছু আবাসন রয়েছে যেগুলি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় না।সম্প্রতি সেই আবাসনের কয়েকটি সংস্কার এবং কয়েকটি নুতন করে তৈরি করা হচ্ছে।এই কাজে হাত দেওয়ার পর থেকেই এলাকায় ব্যাপকভাবে সাপের উপদ্রব বেড়ে গেছে।গোটা এলাকায় সাপের আতঙ্কে সাধারণ মানুষ ভুগছে।আতঙ্ক কাটাতে আরো সাপ রয়েছে কিনা তা জানার জন্য মেমারি থেকে সাপ ধরতে প্রশিক্ষিত আট জনের একটি দল ব্লক চত্বর এলাকায় খোঁজ চালাতে থাকেন।উদ্ধার হয় প্রায় ৫ ফুট লম্বা একটি গোখরো এবং আরো নানা ধরনের সাপ।সাধারন মানুষরা বিডিওর কাছে আর্জি করেছেন এলাকা যথাযথভাবে পরিষ্কার রাখার জন্য এবং সাপের উপদ্রব যাতে কমে সেই সংক্রান্ত কোনো ওষুধ বা অ্যাসিড জাতীয় কিছু ছড়িয়ে দেওয়ার।পুরো এলাকা পরিস্কার করার আশ্বাস দিয়েছেন বিডিও চিত্তজিৎ বসু।
আরও পড়ুন: জল কাদায় নিত্য দুর্ভোগ রাঙামাটি রেল ক্রসিং
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584