নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধোর দিয়ে এক বাইক আরোহীর কাছ থেকে নগদ ছয় হাজার টাকা এবং একটি দামী মোবাইল ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা।আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় বাইক আরোহীকে,তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাতে ইংরেজবাজার থানার সাদুল্লাপুর মদ ভাটি এলাকায় মালদা মোথাবাড়ি রাজ্য সড়কে।আক্রান্ত বাইক আরোহীর নাম রাজিকুল শেখ(৩১)তার গাড়ির ব্যবসা রয়েছে।রাজিকুলের বাড়ি ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়।তাঁর স্ত্রী সামীমা বিবি জানিয়েছেন, শুক্রবার রাতে তার বাবার বাড়ি মোথাবাড়ি ধুলাউড়ি গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন রাজিকুল।সেই সময় হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে ৬-৭ জন দুষ্কৃতী তার পথ আটকায়।বাঁশ দিয়ে মেরে দুষ্কৃতীরা তার হেলমেট ভেঙ্গে দেয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধোর দিয়ে নগদ টাকা এবং মোবাইল ছিনতাই করে বলে অভিযোগ।মোটরবাইক খারাপ হয়ে যাওয়ার কারণে তা নিয়ে যেতে পারেনি দুষ্কৃতীরা। কোনোরকমে ঘটনাস্থল থেকে পালিয়ে বাড়ি ফেরে ওই বাইক আরোহী।রাতে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বর্তমানে যেখানে চলছে তার চিকিৎসা। দুষ্কৃতীদের মুখে কাপড় বেঁধে রাখার কারণে কাউকে না চিনতে পারলেও ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে।আর যেন ভবিষ্যতে কারও সাথে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়টা যেন দেখে পুলিশ,এই দাবি জানিয়েছেন আহতের স্ত্রী।ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584