নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
ফিল্মি কায়দাই ব্যবসায়ীর বাইকে লিফট চেয়ে গুলি করে সর্বস্ব লুট করে পালাল এক দল দুষ্কৃতি।
সোমবার রাতে বৈষ্ণবনগর থানার দুইশত দিঘি এলাকায় ঘটনাটি ঘটেছে।পেটে গুলি লেগে আশঙ্কাজনক আবস্থায় ওই ব্যবসায়ী বর্তমানে মালদা শহরের এক বেসরকারী নার্সিংহোমে চিকিৎসাধীন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম ব্যবসায়ীর নাম সামেদ আলি(৩২)।বাড়ি বৈষ্ণবনগর থানার শাহাবাজপুর পঞ্চায়েতের দুইশত দিঘি এলাকায়।
স্থানীয় কালিনগর বাজারে তার মুদির দোকান রয়েছে। সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল।সেই সময় রাস্তায় এক মহিলা তার বাইকে লিফট চায়।মহিলাকে বাইকে করে তার গন্থব্যস্থলে পৌঁছে দেয়।সেখানে দাঁড়াতেই তিন থেকে চার জন দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়।তাকে লক্ষ করে গুলি ছোঁড়ে।বুকের নীচে গুলি লেগে গুরুতর জখম হয়ে পড়লে দুষ্কৃতিরা তার কাছ থেকে নগদ প্রায় ১ লক্ষ ৯২ হাজার টাকা মোবাইল বাইক নিয়ে চম্পট দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনায় বৈষ্ণবনগর থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।তবে জখম ব্যবসায়ীর অভিযোগ পুরনো আক্রশের জেরে তার উপর হামলা চালিয়েছে স্থানীয় কংগ্রেসের দুষ্কৃতীরা।তিনি তৃণমূলের কর্মী।তাদের মধ্যে রাজনৈতিক একটি বিবাদ চলছে।তার জেরেই এদিন তার উপর হামলা চালায়।
আরও পড়ুনঃ চলন্ত বাইক থেকে পনেরো লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনতাই
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।তবে স্থানীয় সুত্রে জানা গিয়েছে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষের ঘটনায় জখম হয় এক জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584