নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
অভিনব কায়দায় ছিনতাই। পুলিশ পরিচয় দিয়ে মহিলার সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। শহরের ডিএম বাংলোর সামনে শনিবার সকালে দুঃসাহসীক এই ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, প্রাতঃভ্রমনে গিয়েছিলেন মহিলা।
মালদা শহরের কালিতলা এক নম্বর লেনের বাসিন্দা মীরা চক্রবর্তী। বয়স প্রায় ৫৯। প্রতিদিন সকালে প্রাতঃভ্রমণে যান মহিলা। কালিতলা থেকে মকদমপুর পর্যন্ত যান। তারপর বাজার করে বাড়ি ফিরেন। প্রতিদিনের মত শনিবার সকালে প্রাতঃভ্রমণে যান। ফেরার পথে ডিএম বাংলোর সামনে দুই যুবক নিজেদের পুলিশ পরিচয় দেয়। মহিলাকে দুই যুবক জানায় তারা পুলিশ কর্মী।
এই রাস্তায় এখন তাদের সাহেব আসবে তাই সোনার আলঙ্কার খুলে ব্যাগে ভরতে হবে। কথা বলার সাথে সাথে দুই যুবক ওই মহিলার সোনার হাতের বালা ও আংটি খুলে কাগজে পুড়ে ব্যাগে ডুকিয়ে দেয়। মহিলা কিছুক্ষণ পর ব্যাগ থেকে কাগজের প্যাকেট বার করে দেখে সেখানে তার আলঙ্কার নেয়। পরিবর্তে একটি ইমিটেশনের বালা। হতবাগ হন মহিলা।ততক্ষণে গা ডাকা দিয়েছে দুই যুবক।
আরও পড়ুনঃ বিধাননগরে গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪
জেলা শাসকের ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীকে বিষয়টি জানায় মহিলা। মহিলাকে থানায় যাওয়ার পরামর্শ দেন। মহিলা থানায় গিয়ে আভিযোগ জানায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584