পিয়ালী দাস,বীরভূমঃ
সিউড়ি পুলিশ লাইন থেকে একশো মিটার দূরত্বে দিনে দুপুরে ট্রাক দাঁড় করিয়ে ছিনতাইয়ের অভিযোগে ধৃত এক যুবক।
রবিবার বেলা বারোটা নাগাদ কাটোয়া থেকে মহম্মদ বাজার আসছিল একটি সিমেন্ট বোঝাই লরি। সিউড়ির হাটজন বাজার পেরিয়ে পুলিশ লাইনের কাছে আসতেই দুইজন যুবক বাইক নিয়ে এসে পথ আটকায় লরিটির এবং লরি ড্রাইভারকে বলা হয় হাটজন বাজারের কাছে সে একটি ছাগল চাপা দিয়ে এসেছে। ড্রাইভার জানিয়ে দেয় সে কোন ছাগল চাপা দিয়ে আসেনি।এর পরই ওই দুই যুবক ড্রাইভার এবং খালাসীকে বেধড়ক মারধর করে, ছিনিয়ে নেওয়া হয় গলার হার মোবাইল নগদ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা।সেই সময় রাস্তা দিয়ে টোটো নিয়ে যাচ্ছিল এক টোটো চালক সে বাধা দিতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়, ছিনিয়ে নেওয়া হয় গলার হার। লএরপর দুই যুবক বাইক নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা একজনকে ধরে ফেলে অপরজন পালিয়ে যায়।সিউড়ি থানায় খবর দেওয়া হলে সিউড়ি থানার পুলিশ আসে এবং একজনকে আটক করে থানায় নিয়ে আসে, অপরজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।
ট্রাক চালকের কথা অনুযায়ী দিনে দুপুরে সিউড়ির মত এক জায়গায় যদি এমন ঘটনা ঘটে তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?পাশাপাশি এই ঘটনাতে আতঙ্কিত সিউড়িবাসী।
আরও পড়ুনঃ বৈষ্ণবনগরে ধৃত এক বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584