বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শনিবার শিলিগুড়ির বর্ধমান রোডের গোল্ড লোন ফিন্যান্স অফিসে বন্দুক দেখিয়ে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
জানা গিয়েছে যে, এদিন তিন থেকে চারজন দুষ্কৃতী ওই গোল্ড লোন ফিন্যান্স অফিসে বন্দুক দেখিয়ে নগদ প্রায় দেড় লক্ষ টাকা ও প্রচুর পরিমাণে সোনা নিয়ে চম্পট দেয়। এবং এই ঘটনায় আহত হন দু’জন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এদিন গোটা এলাকা ঘুরে দেখেন ডিসিপি ইন্দিরা মুখার্জি।
এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে, তিন থেকে চারজন দুষ্কৃতী বন্দুক দেখিয়ে লুট করে পালিয়ে যায়। তবে এই গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যারা দুজন আহত হয়েছেন তারা বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুনঃ পুলিশ পরিচয় দিয়ে অভিনব কায়দায় গহনা ছিনতাই
অপরদিকে ঘটনার পর থেকে শহর শিলিগুড়ির এন্ট্রি ও এক্সিট পয়েন্টগুলিতে নাকা চেকিং চলাছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584