পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জে।

অভিযোগ,ওই ব্যবসায়ীর ১লক্ষ ৯৭ হাজার টাকা ছিনতাই করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা৷

অভিযোগকারী ওই ব্যবসায়ীর নাম রতন সূত্রধর। তাঁর বাড়ি হেমতাবাদে। তিনি তেজপাতা ব্যবসার সাথে যুক্ত বলে জানা গেছে। তিনি বিজেপির নেতা বলেও খবর।
অভিযোগকারী ওই ব্যবসায়ী রতন সূত্রধর অভিযোগ করে বলেন, ব্যাঙ্কের থেকে টাকা তুলে আদালতের সামনে আসতেই দুটি মোটর বাইক করে কয়েকজন দুষ্কৃতী এসে আমার টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয়। এরপরেই রায়গঞ্জ থানায় গিয়ে অভিযোগ জানায়।
আরও পড়ুনঃ উইলসনের বিজেপি যোগ,বহিষ্কারের দাবিতে ক্ষুব্ধ কর্মীদের ধর্না

এদিকে অভিযোগ দায়ের হতেই শহরজুড়ে তল্লাশি অভিযান শুরু করে রায়গঞ্জ থানার পুলিশ৷ ঘটনার কিছুক্ষণের মধ্যেই ছিনতাই ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশ। ধৃত দুষ্কৃতী বিহারের বাসিন্দা বলে জানা গেছে। ধৃতকে জেরা করে অন্যান্য দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584