নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
মা হলেন স্নেহা চ্যাটার্জি। ৫ ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি৷ বাবা হলেন সংলাপ ভৌমিক। সদ্যোজাতকে নিয়ে এখন বাপের বাড়িতেই থাকবেন স্নেহা ৷
জানা গিয়েছে, এই মুহূর্তে ছেলের দুটি নাম বেছেছেন স্নেহা-সংলাপ। এক হল শুক্তো, অন্যটি হল তুরুপ৷ ‘তুরুপ’ মানে হল লাকি কার্ড। আর সন্তান তাঁদের কাছে লাকি কার্ডের মতোই। তাই এমন নাম। ওদিকে ‘শুক্তো’ এমন একটা খাবার যা বাঙালির জীবনের সঙ্গে জড়িয়ে থাকে সবসময়। দেখনদারি নেই অথচ গুরুত্ব অপরিসীম। তাই ছেলেকে শুক্তো বলেও ডাকবেন তাঁরা।
আরও পড়ুনঃ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দুর্নিবার সাহা
প্রসঙ্গত, নিজের সন্তান সম্ভাবনার খবর সোশ্যাল মিডিয়ায় চাউর করেননি কখনও স্নেহা। নিজের একান্তের বিষয়টি একান্তেই রেখেছিলেন৷ তা নিয়ে অহরহ চর্চা চাননি স্বামী-স্ত্রী কেউই। মা এবং ছেলে ভাল আছে দুজনেই৷ নতুন অতিথির জন্য রইল শুভকামনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584