মা হতে চলেছেন স্নেহা

0
375

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘নকশিকাঁথা’ ধারাবাহিকের রোহিনীকে আজও ভোলেনি দর্শক। যশকে ভালোবেসে সে হয়ে উঠেছিল ভিলেন। বলাবাহুল্য তাঁর ভিলেন চরিত্রটি জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে।

Sneha Chatterjee | newsfront.co

সেই সময়েই এক সাক্ষাৎকারে নিউজ ফ্রন্টকে তিনি জানান- “নকশিকাঁথা শেষ হওয়ার পর কয়েকদিনের বিরতি নেব টেলিভিশন থেকে। তখন গানের চর্চাটা আবার শুরু করব। আরও একটা কারণ আছে সেই বিরতির। সেটা পরে বলব।” সেই কারণটি সম্ভবত মাতৃত্বের সাধপ্রাপ্তি।

আরও পড়ুনঃ ছোটপর্দায় ‘বিজয়া বৈঠক’

আর সত্যিই তাই। নিজেকে একটু অন্য ভূমিকায় দেখতে চেয়েছিলেন স্নেহা। এই মুহূর্তে সেই শুভক্ষণের আশায় দিন গুনছেন তিনি। নিজের এই সুখবর অবশ্য সোশ্যাল জানাননি স্নেহা। পরিচিতমহলে জানিয়েছেন অবশ্য। নিউজ ফ্রন্ট-এর তরফ থেকে জানতে চাইলে খোলামনে নিজের আগামীর সুখবর দিলেন স্নেহা।

আরও পড়ুনঃ সুখবর দিলেন রাজার রানি মধুবনী

টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি ‘ফোর্থ বেল থিয়েটার্স’ নাট্য সংস্থার সঙ্গেও যুক্ত স্নেহা। বাংলা ধারাবাহিকে তাঁর ব্যস্ততাও কম নয়। নেগেটিভ এবং পজিটিভ- দুই ধরনের রোলেই সাবলীল তিনি। সঞ্চালনা দিয়ে শুরু হয় তাঁর টেলিজার্নি। এহেন কর্মমুখর স্নেহার জন্য রইল আগামীর শুভেচ্ছা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here