স্নেহাশিস বরাবরই আমায় চ্যালেঞ্জিং চরিত্র দেয়- শুভাশিস মুখার্জি

0
342

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Subhasish Mukhopadhyay | newsfront.co
শুভাশিস মুখার্জি

বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে ধারাবাহিক ‘খেলাঘর’৷ এখানে গল্পের নায়ক কোনও বড়লোক ঘরের বিজনেস টাইকুন বা ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার বা সাংবাদিক নয়। সে পাড়ার দুর্ধর্ষ মস্তান থুড়ি গ্যাংমাস্টার সান্টু। এলাকাবাসী তার নামে ডরায়। আবার অনেকে তাকে ভরসাও করে। সে অন্যায়ের প্রতিবাদ করে। সে কালোবাজারির বিপক্ষে। সে গরিবের ভগবান।

Khelaghor | newsfront.co

যেহেতু সে প্রশাসনের লোক নয়, তাই সে মস্তানি করে পাশে দাঁড়ায় অসহায়দের। এই অবধি গল্পের যেটুকু সম্প্রচার দর্শক দেখেছে তাতে এটাই স্পষ্ট৷ এরপর কোনদিকের জল কোনদিকে গড়াবে তা গল্পকার এবং চিত্রনাট্যকার ছাড়া আর কে ভাল জানবেন? তাই বাকিটা তাঁর হাতে ছেড়ে দেওয়াই ভাল৷ কিন্তু দর্শকের জন্য এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ সর্বকালের সেরা জনপ্রিয়তম অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়ের উপস্থিতি।

আরও পড়ুনঃ যেমন কর্ম তেমন ফল- বোঝাবে রিঙ্গোর ‘কর্মা’

director | newsfront.co
স্নেহাশিস চক্রবর্তী

এই ধারাবাহিকে এক আদর্শবান, সৎ, শিক্ষিত, মেরুদণ্ড সোজা রাখা এক মানুষের চরিত্রে তাঁকে দেখছে দর্শক৷ চেনা পরিচিতরা তাঁকে এস আর নামে জানে, মানে, সম্মান করে। এস আর অর্থাৎ সর্বজিৎ রায়। সান্টুর বাবা সে। এস আর কখনও অন্যায়ের সঙ্গে আপোষ করে না। অসৎ উপায়ে অর্জিত টাকায় হাত দেয় না এস আর। এমন এক চরিত্র পেয়ে বেশ খুশি অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ কলকাতাকে শ্রদ্ধা জানাতে হাজির ‘তলওয়ার টকস’

shooting | newsfront.co
‘খেলাঘর’ ধারাবাহিকের দৃশ্য

নতুন চরিত্র নিয়ে কতটা আশাবাদী জানতে ফোন ঘোরালে তিনি জানান- “এস আর চরিত্রটা বেশ চ্যালেঞ্জিং। মেরুদণ্ড সোজা রাখা একটি চরিত্র৷ ব্যক্তির ব্যক্তিত্বটা অসাধারণ। স্নেহাশিস বরাবরই আমাকে চ্যালেঞ্জিং চরিত্র দেয়। অন্য সব চরিত্রের পাশাপাশি চোখে পড়ার মতো চরিত্র যাকে বলে। ‘রাখী বন্ধন’-এর পর অনেকদিন টেলিভিশনে কাজ করিনি। বিরতি নিয়েছিলাম।

আরও পড়ুনঃ ‘ডান্স ডান্স জুনিয়র সিজন টু’ শুরু হচ্ছে

তারপর একদিন স্নেহাশিসই বলল, কেন বসে থাকবে? চলো তোমাকে একটা দারুণ চরিত্র দেব। আর ব্যস, তারপরই দিল ‘জরোয়ার ঝুমকো’ ধারাবাহিকে একটা দারুণ রোল। এরপর একে একে ‘কলের বউ’, ‘কনক কাঁকন’ সবই তো করলাম স্নেহাশিসের সঙ্গেই।

কনক কাঁকনে ছিলাম ভিলেনের রোলে। কিন্তু ওই ভিলেনের রোলটাও ছিল একেবারে অন্যরকম। যাঁরা আমার চরিত্রটা দেখেছেন তাঁরা জানেন। এবারও ও আমাকে এস আরের মতো একটা চরিত্র দিল। আমি খুব খুশি। লকডাউনের জন্য অনেকদিনই কাজ বন্ধ ছিল। কিছুই তেমন করা হয়নি। সেই সময়েই স্নেহাশিসের ডাক। স্নেহাশিস ডাকলে আমি সাড়া না দিয়ে পারি না। আমি চেষ্টা করব আমার সবটুকু দিয়ে ওঁর আঁকা চরিত্রের মান রাখার।”

আরও পড়ুনঃ নতুন চমক নিয়ে হাজির ‘সুপারস্টার পরিবার- সিজন টু’

শুভাশিস মুখোপাধ্যায়ের অভিনয় জার্নি নিয়ে নতুন করে লেখালিখি করা বাতুলতা মাত্র। কেরিয়ার শুরুর পর থেকে একটানা কাজ করে চলেছেন কখনও কমেডি আবার কখনও সিরিয়াস রোলে। ভিলেনের চরিত্রও বাদ পড়েনি।

বড় পর্দা এবং ছোট পর্দা দুই প্ল্যাটফর্মেই দাপিয়ে বেড়িয়েছেন তিনি। একইভাবে মঞ্চেও তিনি উজ্জ্বল নক্ষত্রসমান। পাশাপাশি আধুনিক মাধ্যম ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। ‘তানসেনের তানপুরা’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে তাঁর।

এহেন এক অভিনেতার উপস্থিতিতে স্নেহাশিস চক্রবর্তীর ‘খেলাঘর’ই একদিন শক্তপোক্ত এক ইমারত হয়ে উঠবে এমন আশা করা অমূলক নয়৷

‘খেলাঘর’ দেখুন প্রতিদিন সন্ধে ৬ টায়, স্টার জলসায়৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here