মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
নাম ‘স্নোপি’। সারা গা লোমে ঢাকা। রঙ সোনালি। ১০ বছরেরও বেশি সময় ধরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বোম স্কোয়াডে কাজ করেছে ‘স্নোপি’। ২৯ এপ্রিল, ২০২১-এ কাজের মেয়াদ শেষ হয় এই সারমেয়র। অবসরপ্রাপ্ত হয় সে। বিশ্বস্ত স্নোপি ছিল দিল্লির বোম স্কোয়াড টিমের সদস্য।
দীর্ঘ ১০ বছর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করেছে সে। এই সারমেয়টি আকারে ছোট। যার কারণে বিমানের ছোট কেবিনই হোক বা গোটা বিমানবন্দর, সর্বত্র খুব সহজেই চলে যেতে পারতো স্নোপি। ফলে বোমা উদ্ধারকার্যও হত দ্রুত। এমনটাই জানালেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের এক অফিসার।
'Snoopy', a member of the dog squad at Delhi Airport, retired on 29th June 2021 after completing 10 years of service. She was a specialist in carrying out explosives' detection on the cabin of aircraft due to her small size: Central Industrial Security Force (CISF) official pic.twitter.com/huxP7bvyLh
— ANI (@ANI) July 19, 2021
স্নোপি অবসরপ্রাপ্ত হওয়ার পর দিল্লির বিমানবন্দর, রাঁচি থেকে পাঁচটি কুকুরের একটি টিম নিয়ে আসে। স্নোপির জায়গায় ওই পাঁচ কুকুর বোম স্কোয়াড টিমে যুক্ত হওয়ার জন্যই দিল্লি আসে। রাঁচি থেকে আসা কুকুরগুলির বয়স মাত্র এক বছর। এদের ছয় মাস ট্রেনিং দেওয়ার পর শহরের সমস্ত বোম স্কোয়াড টিমে পাঠানো হবে।
আরও পড়ুনঃ “বিনা বিচারে কতদিন কাউকে জেলবন্দি রাখা হবে?” ফাদার স্ট্যান স্বামীর মামলায় বম্বে হাইকোর্ট
স্নোপির অনুরাগীদের তালিকাটা অনেক লম্বা। সেই তালিকায় নাম রয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি-র। সূত্রের খবর, ধোনি মাঝেমধ্যেই দিল্লির বিমানবন্দরে যেতেন শুধুমাত্র স্নোপি-র সঙ্গে দেখা করার জন্য। এছাড়াও, অন্য যেকোনো কারণে বিমানবন্দরে গেলেই স্নোপির সঙ্গে সময় কাটাতেন মাহি।
আরও পড়ুনঃ ক্যাডবেরি তৈরি হচ্ছে গোমাংস দিয়ে! কী জবাব এল সংস্থার তরফ থেকে?
সাধারণত এই অবসরপ্রাপ্ত কুকরগুলিকে নিলাম করে দেওয়া হয়। অনেক ক্ষেত্রেই নিলামে জয়ী প্রভুদের হাতেই তুলে দেওয়া হয় এই কুকুরগুলিকে। তবে বর্তমানে অবসরপ্রাপ্ত কুকুরগুলিকে দত্তক নেওয়ার কথা ভাবছেন কর্তৃপক্ষ। দিল্লির বিমানবন্দর না অন্য কোথাও? শেষপর্যন্ত স্নোপি-র ঠিকানা কোথায় হয় সেটাই এখন দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584