“বিনা বিচারে কতদিন কাউকে জেলবন্দি রাখা হবে?” ফাদার স্ট্যান স্বামীর মামলায় বম্বে হাইকোর্ট

0
97

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ফাদার স্ট্যান স্বামীর মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবিতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বর্ষীয়ান আইনজীবী মিহির দেশাই। আবেদনে তিনি বলেছেন স্ট্যান স্বামীর মৃত্যুর কারণ জানার জন্য নয়, জেলে ঠিক কি কি ঘটেছিল যা তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তার সঠিক তদন্তের জন্যই এই আবেদন।

Father Stan Swamy
সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

বিচারপতি এসএস শিন্ডে ও বিচারপতি এনজে জমাদারের ডিভিশন বেঞ্চে মামলা গৃহীত হয়েছে। শুনানি চলাকালে আদালত বলে, “বিনা বিচারে কত বছর ধরে কাউকে জেলে বন্দী করে রাখা যায়? দ্রুত বিচার যেকোন মানুষের মৌলিক অধিকার।” ভীমা কোরেগাঁও মামলায় অভিযুক্তদের বিচার প্রসঙ্গে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ এটি। আদালত আরো জানায়, “এই মামলায় আদৌ চার্জ গঠন হয়নি, এখনো কতজন সাক্ষীর বয়ান শোনা হবে, কত বছর লাগবে তার ঠিক নেই….কতদিন অভিযুক্তরা জেলবন্দি থাকবেন?”

আরও পড়ুনঃ স্পাইওয়্যার ব্যবহার করে নজরদারি পিকে ও অভিষেকের ফোনেও, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

আইনজীবী মিহির দেশাই আবেদন করেন, যাতে আদালত ফাদার স্ট্যান স্বামীর উত্তরসূরি ফ্রেজার মাস্ক্যারেনহাস-কে তদন্তে অংশগ্রহণ করার অনুমতি দেয়। তিনি আবেদনে বলেন ” জাতীয় মানবাধিকার কমিশনের নির্দিষ্ট গাইডলাইন মেনে এই তদন্ত করা হোক এবং তদন্ত রিপোর্ট যেন হাইকোর্টে জমা করা হয়।”

আরও পড়ুনঃ ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, সোমবারই মনিপুরের সমাজকর্মীকে মুক্তির নির্দেশ শীর্ষ আদালতের

ফাদার স্ট্যান স্বামীর সম্পর্কে বলতে গিয়ে বিচারপতি শিন্ডে বলেন,” সমাজের ভালোর জন্য তিনি যাকিছু করেছেন তাতে তাঁর প্রতি আমরা অত্যন্ত শ্রদ্ধাশীল। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়াও আমরা অনলাইনে দেখেছি, তাঁর এই সম্মান প্রাপ্য ছিল।” এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৩ জুলাই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here