মেয়ের অন্নপ্রাশনে নাটকের মাধ্যমে সমাজ সচেতনতার বার্তা বরাবাজারের পুলিশ কর্মীর

0
272

সঞ্জয় চৌধুরী, বরাবাজারঃ

পুরুলিয়া জেলার বরাবাজার  থানার অন্তর্গত শিমুল ডাঙ্গা গ্রামের বাসিন্দা হেমন্ত মহান্তি। তিনি পেশায় একজন পুলিশ কর্মী। শুক্রবার ছিল তাদের একমাত্র কন্যা “আস্থা”-র অন্নপ্রাশন। তাই মেয়ের অন্নপ্রাশনের দিনটিকে বেছে নিলেন সমাজকল্যাণ মূলক কাজের জন্য। ঝাড়গাম থেকে আগত নাট্যগোষ্ঠী দ্বারা পরিচালিত নাটক ‘আগুনের পরশমনি গো সর্বনাশা রাসায়নিক’ নাটকের মধ্যে দিয়ে মানুষের কাছে বার্তা পৌঁছে দিলেন হেমন্ত মহান্তি।

police personnel sets instance on daughters rice ceremony
নিজস্ব চিত্র 

কন্যা ভ্রুণ হত্যা থেকে বাল্য বিবাহ, মানুষের হাতে মোবাইল ফোন এসে কর্মজীবনের ব্যাঘাত ঘটছে  ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে ব্যাঘাত ঘটছে তাই যাতে মানুষ মোবাইল ভুলে নিজের কর্ম জীবনটা বেছে নেয় এবং ছাত্র ছাত্রীরা মোবাইল ভুলে প্রথমে পঠন পাঠনে  মনোযোগ দেয় তাহলে হয়তো যুবসমাজ আবার সেই আগের মতো কর্মজীবনের এবং শিক্ষাক্ষেত্রে শক্তিশালী হয়ে উঠবে। মেয়ের অন্নপ্রাশন হতে সমস্ত নিমন্ত্রিতদের আতিথেয়তার পাশাপাশি সকলের হাতে একটি করে চারা গাছ তুলে দিলেন শিমুল ডাঙ্গা গ্রামের বাসিন্দা হেমন্ত মহান্তি। এদিনের  অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন বরাবাজার থানার আই সি শ্রী সৌগত ঘোষ, হেমন্ত বাবুর এই অভিনব উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন এই  উদ্যোগের ফলে আরও অনেক মানুষ উৎসাহিত হবেন।

আরও পড়ুনঃ পুলিশ সুপারের উপস্থিতিতে কান্দির প্রত্যন্ত গ্রামে ভ্রাম্যমাণ থানার অভিনব উদ্যোগ

হেমন্ত বাবুর বিশ্বাস, তাঁর এই ভাবনা যদি বেশ কয়েকজন মানুষের কাছে সচেতনতার  বার্তা পৌঁছে দেয় তাহলে এভাবেই ধীরে ধীরে পরিবর্তন আসবে মানুষের চেতনায়। হেমন্ত বাবুর এই অভিনব ভাবনাকে শুধু এদিনের অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথিরাই নয়,  সমস্ত গ্রামবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here