শ্রীলঙ্কায় এবার কোপ সোশ্যাল মিডিয়ার ওপর, ‘ভুয়ো খবর’ আটকাতে বন্ধ সোশ্যাল মিডিয়া!

0
51

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

চরম আর্থিক সংকটে জেরবার শ্রীলঙ্কার পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। ইতিমধ্যেই জারি হয়েছে জরুরি অবস্থা।  প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাড়ির বাইরে বিক্ষোভ দেখান দেশের বিপর্যস্ত সাধারণ  মানুষ। আর তার জেরেই জরুরি অবস্থার ঘোষণা করে সরকার। তাতেও কমছে না  বিক্ষোভের আঁচ। জরুরি অবস্থার নিয়ম অনুযায়ী সোমবার পর্যন্ত জারি থাকবে কারফিউ। একইসঙ্গে বন্ধ করা হয়েছে ফেসবুক, টুইটার সহ সমস্ত সোশ্যাল মিডিয়া।

social media stopped in srilanka
ছবিঃ পিটিআই

 

আর্থিক সংকট এমনই ৩০ শতাংশ  দাম বেড়ে গিয়েছে খাবার, ওষুধ থেকে শুরু করে অত্যাবশ্যকীয় সব পণ্যের।  পরিশোধিত পানীয় জলও পাওয়া দুষ্কর হয়ে উঠেছে।স্বাভাবিক ভাবেই পথে নেমেছেন দেশের  বিক্ষুব্ধ সাধারণ মানুষ।  এর জেরেই শনিবার থেকে দেশে ৩৬ ঘণ্টার জন্য জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে।

 আরও পড়ুনঃ চরম আর্থিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় জারি হল জরুরি অবস্থা

সরকারি নির্দেশিকা জারি করে  জানানো হয়েছে কারফিউ চলাকালীন অত্য়াবশ্যকীয় পরিষেবা ছাড়া সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতে পারবেন না।  সেনাবাহিনীর হাতে রয়েছে দেশের  শাসনভার।  এমন কি , বিক্ষোভ সামাল দিতে বিনা বিচারেই কাউকে গ্রেফতার ও দীর্ঘ সময় বন্দি করে রাখার ক্ষমতাও  দেওয়া হয়েছে সেনাবাহিনীর হাতে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া বন্ধ করা প্রসঙ্গে সরকারি তরফের সাফাই, সাধারণ মানুষের মধ্যে ভুয়ো তথ্য ছড়িয়ে পড়া আটকাতেই নাকি এই সিদ্ধান্ত। তবে ওয়াকিবহাল মহলের মতে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়া থেকে বাঁচতে এই সিদ্ধান্ত রাজাপক্ষে সরকারের।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here