ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

অনির্দিষ্টকালের জন্য শ্রীলঙ্কার সরকার তাদের দেশে বন্ধ করে দিলো সোশ্যাল মিডিয়ার পরিষেবা।জনপ্রিয় সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট ও ভাই বারের মত পরিষেবা গুলিকে বন্ধ করে দিয়েছে শ্রীলংকা সরকার ।
গতকাল রবিবার শ্রীলঙ্কায় বিভিন্ন গির্জা এবং বিলাসবহুল হোটেল ও পার্শ্ববর্তী কিছু জায়গায় ভয়াবহ লাগাতার হামলার ফলে নিহত হয়েছেন ২০০ বেশি মানুষ। যার মধ্যে বিদেশি রয়েছেন প্রায় ৩৫ জনের উর্দ্ধে।
সূত্রের খবর,সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার করে ভুয়ো খবর মিথ্যাচার ছড়িয়ে কোন রকম ভাবে যাতে হামলা পরবর্তী হিংসা ছড়িয়ে না পড়ে তার জন্য সচেষ্ট হয়ে সোশ্যাল মিডিয়া বন্ধের মতো এরকম সিদ্ধান্ত শ্রীলংকা সরকারের।

অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক শ্রীলঙ্কা সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে, “দেশের সরকারের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা সিদ্ধান্ত সম্পর্কে আমরা ওয়াকিবহাল। আমাদের সার্ভিসের উপরে নির্ভর করে শ্রীলঙ্কার মানুষ নিজের প্রিয়জনের সাথে যুক্ত থাকেন।দেশের এই খারাপ সময়ে আমরা শ্রীলঙ্কার নাগরিকদের পাশে রয়েছি।”
আরও পড়ুনঃ সকাল থেকে ধারাবাহিক বিস্ফোরণে হাহাকারের আর্তনাদ শ্রীলঙ্কা জুড়ে
বিগত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুষ্কৃতীরা ভুয়ো খবর ছড়িয়ে মিথ্যাচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে বিভিন্ন দুর্নীতিতে সামিল হচ্ছে। ইতিমধ্যে অবশ্য ভারত আমেরিকা ও মায়ানমারের মত বিভিন্ন দেশ ফেসবুক, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের সাথে একাধিকবার আলোচনায় বসেছে যাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুয়ো খবরের প্রচার রুখতে সচেষ্ট ভূমিকা পালনের করা হয় ।
শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে হামলার পূর্ণ তদন্ত হওয়া পর্যন্ত সে দেশে সোশ্যাল মিডিয়া বন্ধ থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584