সমাজের কাছে প্রশ্নবাণ ‘এভরি ৬৮মিনিটস্’-এর

0
97

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

every 68 minutes | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

ভারতবর্ষে এখনও সমাজ পুরুষ শাসিত। আর এই পুরুষ শাসিত সমাজে কি নারীরা সুরক্ষিত? এই সমাজে এখনও বধূকে নির্যাতিত হতে হয় শ্বশুড়বাড়িতে।

every 68 minutes | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

এখনও বিয়ের সময় পণ দিতে হয় মেয়ের বাবাকে। আর এই সবকিছুর বিরদ্ধে গেলেই নারীকে মৃত্যু বরণ করে নিতে হয়। এই সত্য ঘটনাকেই পর্দায় তুলে ধরেছেন অনিন্দিতা সর্বাধিকারী। মঙ্গলবার কলকাতার এক অভিজাত হোটেলে আয়োজিত সাংবাদিক বৈঠকে দেখানো হল অনিন্দিতা সর্বাধিকারী পরিচালিত ছবি ‘এভরি ৬৮ মিনিটস্’।

every 68 minutes | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন
every 68 minutes | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

ছবিতে দেখা যায় একটি মেয়ে তার শ্বশুড় বাড়িতে নির্যাতিত হয়। বিয়ের সময় পণ না দেওয়ায় মেয়েটির ওপর অত্যাচার করে স্বামী ও শ্বশুরবাড়ির সকলে। মেয়েটি উচ্চশিক্ষার জন্য বাইরে গেলে সন্দেহ করে স্বামী।

আরও পড়ুনঃ বসন্তের সন্ধ্যায় প্রকাশিত হল সিনেমার জোড়া বই

every 68 minutes | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

আর এই সন্দেহের বশেই মেয়েটির পিএইচডি-র সব কাগজ পুড়িয়ে দেয় তার স্বামী। প্রতিনিয়ত চলতে থাকা এই অত্যাচার সহ্য করতে না পেরে শেষপর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয় মেয়েটি।

every 68 minutes | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

ডেভিড ও গলিয়াত ফিল্মস ও আদিল হুসেন প্রযোজিত এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন রিচা শর্মা। রিচা শর্মার বিপরীতে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী।

আরও পড়ুনঃ ভালোবাসার মাতৃভাষা উদযাপনে মাতোয়ারা ফোকউল্লাস ব্যান্ড

every 68 minutes | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন
every 68 minutes | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন
every 68 minutes | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন
every 68 minutes | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন
every 68 minutes | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ভরত কল, লাবনী সরকার, চন্দন সেন, তিতাস দত্ত, অস্মিতা কর, অরুপ রতন রায় সহ অন্যান্যরা। এই ছবির গল্পে সবশেষে মৃত্যুকে বরণ করে নেয় নির্যাতিত মেয়েটি। তাই গল্পের শেষে সমাজের কাছে প্রশ্ন রেখে যায় এই ছবি। এই সমাজে কি নারী সত্যিই সুরক্ষিত আছে?

প্রসঙ্গত, আসন্ন আরও একটি নারী দিবস। ঘটা করে এই দিনটি আমরা পালন করি অনেকে। কিন্তু একজন নারীর জন্য যথেষ্ট সম্মান আমরা বরাদ্দ করি না। ব্যতিক্রম ঘটে না তেমনটা নয়। তবে তার পরিমাণ বেশ কম। এই সময়ে দাঁড়িয়ে অনিন্দিতা সর্বাধিকারীর এই ছবি সত্যিই প্রাসঙ্গিক৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here