সায়নিকা সরকার, মালদহঃ
মালদহ জেলার ‘চাঁচল রুটি ব্যাঙ্ক’ সারা বছর ধরে মানুষকে দিনে একবেলা খাবার দিয়ে আসছে। লকডাউনের সময়ও তা বজায় রয়েছে। তবে, সামনে ইদের জন্য সোমবার এলাকার দুঃস্থ মানুষদেরকে খাবারের সঙ্গে নতুন জামাকাপড় দিল সংস্থাটি।
‘চাঁচল রুটি ব্যাঙ্ক’র পক্ষে মহম্মদ সাইদুজ্জামান জানান, এলাকায় করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। এজন্য দুঃস্থ মানুষদের খাবার পেতে সমস্যা হচ্ছে। একারণে তাদের সংগঠন দিনে দুবেলা প্রান্তিক গরিব মানুষদের খাবারের ব্যবস্থা করেছেন।
আরও পড়ুনঃ পুলিশ কর্মীদের সংবর্ধনা বহরমপুর টাউন তৃণমূলের
তাছাড়া সামনে ইদ আসছে। দুঃস্থ মানুষদের হাতে এই উপলক্ষ্যে নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়েছে। সোমবারের খাবার ও কাপড় বিলির অনুষ্ঠানে করোনা ভাইরাস মোকাবিলায় মানুষকে সচেতন করার পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলতে অনুরোধ করা হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584