নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপাড়ে যেসব গ্রাম রয়েগেছে তাদের পাশে এসে দাঁড়ালেন এক সমাজকর্মী এবং গ্রাম পঞ্চায়েত প্রধান।
শনিবার গোয়ালপোখর ১নং ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপাড়ের গোয়াগাঁও গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম ফুলবাড়ির, একশ মানুষের মধ্যে চাল, ডাল, তেল ও সাবান সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও অন্যান্য উপকরণ বিতরণ করেন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান পারভীন ববি ও সমাজকর্মী আখতার হোসেন।
ফুলবাড়ি গ্রামের বাসিন্দারা এহেন সংকটের মুহূর্তে এই খাদ্যদ্রব্য ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ পেয়ে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
আরও পড়ুনঃ লকডাউনে এবার দুঃস্থ চর্ম শিল্পী সদস্যদের ত্রান বিলি ইউনিয়ন উপদেষ্টার
সীমান্ত এলাকার সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের সহযোগিতায় চলে এই বিতরণ পর্ব। এদিন ওই গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি ষোলপাড়া নামে অপর একটি গ্রামের মানুষদের মধ্যেও একই রকমভাবে বণ্টন করা হয় খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় উপকরণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584