নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
আরও বেশি করে সবুজায়নের লক্ষ্যে সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা আমারকার গর্ব” -এর সহযোগিতায় চারাগাছ বিতরণ হল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরির পাটাশোল সংলগ্ন এলাকায়।

পাটাশোল এলাকায় দীর্ঘদিন দিন ধরে বৃক্ষরোপণের কাজের মূল পরিকল্পনা ও উদ্যোগে রয়েছেন বৃক্ষ ও পরিবেশ প্রেমী তথা স্থানীয় এলাকার সবুজায়নের অন্যতম মূল কান্ডারী,কুলটিকরি এস সি হাইস্কুলের প্রাক্তন শিক্ষক গৌরসাধন দাস চক্রবর্তী। আর তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছ স্থানীয় উৎসাহী এলাকাবাসীরা। এদিন এই সবুজায়নের কাজে আবারও সহযোগিতার হাত বাড়িয়ে দিল ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা আমারকার গর্ব।”


আরও পড়ুনঃ পাঁচবার হনুমান চালিশা পাঠেই মিলবে করোনামুক্তি! দাওয়াই প্রজ্ঞার
আজকের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভানুধ্যায়ী দন্ত চিকিৎসক ডাঃ উজ্জ্বল দাস। আমারকার ভাষা আমারকার গর্ব গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপের অন্যতম মডারেটার শিক্ষক সুমন মণ্ডল, সদস্য শিক্ষক দীপক জানা, অভিনন্দন রাণা, বিশ্বজিত রায়, দেবব্রত পাল প্রমুখ। এদিন স্থানীয় এলাকার পড়ুয়াদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।
পরিবেশ,সমাজ ও পরিবারের রক্ষায় প্রতিটা পরিবারের ছোট ছোট ছেলেমেয়েরা গাছ লাগাবে ও সেই গাছকে নিজের ভাইবোনের মতো যত্ন নিয়ে বড় করে তুলবে এই শপথ নিয়েছে তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584