নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনাঃ
রেশন থেকে প্রদত্ত এবং বিভিন্ন সংগঠনের দেওয়া ত্রাণের চাল ঘরে পর্যাপ্ত পরিমাণে থাকলেও, মিলছে না আনাজ।
কোথাও দারিদ্র্য কিংবা কোথাও বাজার বন্ধ, সেকারণেই আনাজ নিয়ে সমস্যার মুখে উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা, দত্তপুকুর, কদম্বগাছি, শাসন এলাকার বিভিন্ন দিন মজুর এবং সংখ্যালঘু মানুষ জন। এ অবস্থায় ওই এলাকার মানুষদের ভরসা মাঠ-ঘাট,জলাশয়ের শাকপাতা।
শাসনের দাদপুর এলাকার আতিয়ার রহমান জানান ঘরে রেশনের চাল থাকলেও অনটনের দায়ে আনাজ কিনতে পারছি না।
আরও পড়ুনঃ কালবৈশাখীর দাপটে বৃষ্টি শুরু বাঁকুড়ায়
তাই বিভিন্ন মাঠ,পুকুর থেকে পাট শাক, সজনে শাক, কলমী শাক ,কচু শাক রান্না করে খাচ্ছি। ওদিকে দূরত্ব বিধি না মানার জন্য বারাসত, আমডাঙা, দত্তপুকুর, কদম্বগাছী, শাসন, দেগঙ্গার এলাকার বিভিন্ন হাট বন্ধ করে দিয়েছে প্রশাসন ফলে কিছু মানুষ পয়সা থাকা সত্ত্বেও পাচ্ছেন না কাঁচা আনাজ, ফলে সমস্যার মুখে পড়েছেন তাঁরাও।
পাশাপাশি কিছু মানুষের অভিযোগ যে লকডাউনের জেরে পেশা পরিবর্তন করে আনাজ ব্যবসা করছিলেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা পুলিশের বাধার মুখে পড়েছেন। ফলে তাদের আনাজ ব্যবসায় বহু টাকার আনাজ নষ্ট হয়েছে।
এ বিষয়ে এদিন বারাসত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় বলেন “হেল্পলাইন নম্বরে ফোন পেয়ে বহু মানুষকে সহায়তা করা হয়েছে,সবাই যাতে ঠিক মত আনাজ পান সে বিষয়টাও আমরা দেখছি”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584