সুন্দরবনে আমপান বিপর্যস্তদের পাশে সমাজকর্মীরা

0
32

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

সম্প্রতি আমপানে বিপর্যস্ত সুন্দরবন এলাকার দুর্গতদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন ইসলামপুরের ‘পাশে আছি’ নামে একটি সমাজ কল্যাণমূলক সংস্থা। এই সংস্থার উদ্যোগে এবং একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় সুন্দরবনের বিভিন্ন গ্রামে গিয়ে বিলি করা হয় খাদ্যদ্রব্য, বেবি ফুড, টর্চ লাইট, মশারি সহ বিভিন্ন সরঞ্জাম।

social workers support to cyclone amphan destroyed houses | newsfront.co
নিজস্ব চিত্র

ওই বেসরকারি সংস্থার অন্যতম সদস্য ভবতোষ মন্ডল, বর্ধমান, সোনারপুর এবং সুন্দরবন এলাকার তিন সমাজকর্মী মৃণাল দেবনাথ, রবীন মন্ডল ও আদম সুফী শেখদের মতো বেশ কয়েকজন সমাজকর্মীর সহায়তায় বুধবার এই ত্রাণ বন্টন করা হয় দুর্গতদের এলাকায়।

ইসলামপুরের ‘পাশে আছি’ নামে ওই সংস্থার সম্পাদক স্বরূপানন্দ বৈদ্য জানিয়েছেন, ‘দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে ইসলামপুরে পরিযায়ী শ্রমিক ও দুঃস্থ মানুষদের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা করছিলেন তারা। এরই মধ্যে ঢুকে গেল আমপান।

আরও পড়ুনঃ সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় খুশি অফিস যাত্রীরা

তছনছ হয়ে গিয়েছে বিভিন্ন এলাকা। সে সমস্ত মানুষদের দুর্দশার কথা শুনতে পেরে ইসলামপুর থেকে একাধিক সমাজকর্মীদের সহযোগিতায় তৈরি হয়েছে আলাদা তহবিল।

সেই তহবিল থেকে বরাদ্দ অর্থ পাঠানোর পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিন সুন্দরবনের গোসাবা ব্লকের রাঙাবেলিয়া ও জটিরামপুর সহ বিভিন্ন এলাকায় দুর্গত মানুষদের মধ্যে দুই শতাধিক মশারি, টর্চলাইট, মাস্ক, বেবি ফুড এবং প্রচুর খাদ্য দ্রব্য সরবরাহ করা হয়েছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here