তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
আগামী ১৯ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ডাকে যে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তাতে সমাজবাদী পার্টি অংশগ্রহণ করবে বলে জানা গেছে।আজ সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় সহ-সভাপতি কিরণময় নন্দ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে দলীয় কর্মী সভার পর এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।তিনি বলেন তাদের এখন একমাত্র লক্ষ্য দেশ থেকে বিজেপি হাটাও,আর সেই লক্ষ্যে সারাদেশব্যাপী যে ধর্মনিরপেক্ষ জোট গঠন হচ্ছে তাতে তারাও সামিল হয়েছে।তিনি বলেন সমঝোতার বাইরে সমাজবাদী পার্টি এক পা এগোবে না।তিনি বলেন বর্তমানে দেশের যা অবস্থা তাতে আগামী লোকসভা নির্বাচনে কোনভাবেই বিজেপি পুনরায় আর ক্ষমতায় আসতে পারবেনা।এদিকে কিরণময় নন্দ বলেন,এই রাজ্যে আর তাদের দল বামফ্রন্টের নেই।কারণ বামফ্রন্টের বড় শরিক সিপিএম এর দাদাগিরির জন্য তা ভেঙ্গে গেছে। এখন বামফ্রন্ট বলে আর কিছুই নেই। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন রাজ্য সরকার জনগণের কল্যাণে বেশকিছু জনকল্যাণকর প্রকল্প নিয়েছে আর তার সুফল রাজ্যের জনগণ পাচ্ছেন।তাই তারা এই সরকারকে সমর্থন করছেন।তিনি আরো বলেন গত বছর লোকসভা নির্বাচনে বিজেপি তাদের কাছে কোন ফ্যাক্টর ছিল না।তখন কংগ্রেস ছিল ফ্যাক্টর কিন্তু এবার কংগ্রেস কোন ফ্যাক্টর নয়।বিজেপি তাদের কাছে ফ্যাক্টর।তাই এবার লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি বিজেপি কে হারাতে অগ্রণী ভূমিকা পালন করবে ।যেটা উত্তর প্রদেশ থেকে শুরু হয়েছে।এদিন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নজমূ নাট্য নিকেতনে সমাজবাদী পার্টীর ১৩ তম ব্লক সম্বেলনে হয়।সেখানে কিরণময় নন্দ ছাড়া উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় যুব সভাপতি বিকাশ যাদব,এই রাজ্যে সমাজবাদী পার্টির সহ-সভাপতি ওয়াকার আলী সরকার, সমাজবাদী পার্টির যুব সভাপতি মোঃ নিশার খান এবং উত্তর দিনাজপুর জেলার সমাজবাদী পার্টির জেলা সভাপতি অরুণ চন্দ্র দে উপস্থিত ছিলেন।আজকের কর্মীসভায় প্রচুর মানুষের ভিড় ছিল।
আরও পড়ুনঃ মেদিনীপুরে একাধিক দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন যুব কংগ্রেসের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584