মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
১৪২৬কে বিদায় জানিয়ে ১৪২৭-এ পা রাখল বাংলা। তবে এবারে সত্যিই যথার্থভাবেই ১লা বৈশাখ পালন করছে বাঙালি। করোনার করাল ছায়া পরেছে পয়লা বৈশাখেও। ভিড় নেই মিষ্টির দোকানে। হালখাতাগুলো আজ আর খোলেনি। বন্দি হয়েছে দেশের সমস্ত মানুষ।
ছোটবেলায় ১লা বৈশাখকে একলা বৈশাখ বললেও সেটা যে কোনওদিন সত্যি হবে তা হয়ত কেউই ভাবতে পারেনি। করোনার দৌলতে ছোটবেলার সেই ভুল বলা কথা মিলে গেল ১৪২৭-এ। বাংলার মানুষ পয়লা বৈশাখ পালন না করতে পারলেও তারা অন্তত দেশের এই কঠিন সময়ে বাংলাতেই রয়েছেন।
আরও পড়ুনঃ উইন্ডোজের পয়লা উপহার ‘লকডাউন শর্টস’
কিন্তু যারা প্রবাসী বাঙালি অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে যেসকল বাঙালিরা রয়েছেন, তাদের কথা একবার ভাবুন তো বাংলাকে কিরকম মিস করছে তারা। সেইরকম কিছু প্রবাসী বাঙালিকে খুশি করতেই মহঃ সোহেল অভিনব উপায়ে নববর্ষের শুভেচ্ছা জানাল।
সোহেল বালুচিত্রের মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানাল মুম্বইবাসীকে। এক হাঁড়ি মিষ্টি, মঙ্গল ঘট, হালখাতা সবই ফুটে উঠল মহঃ সোহেলের সৃষ্ট বালুচিত্রে। যেমন সুন্দর সৃষ্টি তার তেমন সুন্দর স্রষ্টা।
হুগলীর চন্দননগরের বাসিন্দা মহঃ সোহেল খুব অল্প বয়সেই তাঁর তৈরি বালুশিল্পের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় তাঁর তৈরি বালুচিত্র সমগ্র ভারতেই স্বীকৃতি পেয়েছে। মানুষের এত ভালোবাসা পেয়ে আপ্লুত সোহেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584