নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
রবিবার কালো মেঘে ঢাকা কলকাতায় দেখা গেল না বলয়গ্রাস সূর্যগ্রহণ। ‘রিং অফ ফায়ার’ দেখলো কুরুক্ষেত্র। বলয়গ্রাসের এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করলো পশ্চিম ও উত্তর-পশ্চিম ভারতের একাধিক জায়গা। জম্মু, বিকানিরের মতো জায়গায় এদিন সকাল থেকেই বাড়ির ছাদে কিংবা খোলা মাঠে চলে এসেছিলেন মানুষ।
গ্রহণ দেখার জন্য মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রকাশ্যে জনগণকে নিয়ন্ত্রিত জমায়েতে অনুমোদন দিয়েছিল স্থানীয় প্রশাসন।
আরও পড়ুনঃ সূর্যগ্রহণ দেখতে উৎসাহী কচিকাচার দল
কলকাতার মতো দিল্লিতেও মেঘাচ্ছন্ন আকাশ বাধ সেধেছিল গ্রহণ দর্শন। সূত্রের খবর, গ্রহণ চলাকালীন বন্ধ ছিল এ রাজ্যের সমস্ত মন্দিরের দরজা।
রাজ্যের একাধিক ধর্মীয় স্থানে সকাল নয়টার মধ্যেই পুজো সেরে ফেলা হয়েছিল। ভোগ বিতরণও হয়ে গিয়েছিল সকাল দশটার আগেই। আবার সূর্যগ্রহণ হয়ে যাওয়ার পর বেলা ৪ টের পর মন্দিরের দরজা খুলেছে। একই অবস্থা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584