কোথায় কখন বলয়গ্রাস সূর্যগ্রহণ, একনজরে দেখে নিন

0
180

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

রবিবার বলয়গ্রাস সূর্যগ্রহণ ভারতে। তবে গ্রহণ দেখা যাবে না কলকাতায়। সূর্যের বলয়গ্রাসের পথ যাবে এ বার উত্তর ভারতের উপর দিয়ে। ভারতের ছ’টি জায়গা থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। পশ্চিমবঙ্গ-সহ দেশের বাকি অঞ্চলের মানুষকে অবশ্য আংশিক গ্রহণ দেখেই সন্তুষ্ট থাকতে হবে। কেন্দ্রীয় সংস্থা পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের জানানো হয়েছে, কলকাতায় আংশিক গ্রহণ শুরু হবে ঠিক সকাল ১০টা ৪৬ মিনিটে।

Solar eclipse | newsfront.co
প্রতীকী চিত্র

আর সেই গ্রহণ শেষ হবে দুপুর ২টো ১৭ মিনিটে। আকাশ যদি সকাল থেকেই মেঘে ঢাকা না থাকে, তা হলে টানা ৩ ঘণ্টা ৩১ মিনিট ধরে সূর্যের আংশিক গ্রহণ দেখার সুযোগ পাবেন কলকাতার মানুষ। উত্তর ভারতে সূর্যের ৯৯ শতাংশ ঢাকা পড়বে। কলকাতায় ঢাকা পড়বে ৬৫ শতাংশ এবং দার্জিলিঙে ৭০ শতাংশ। চামোলি (উত্তরাখণ্ড), দেরাদুন (উত্তরাখণ্ড), জোশীমঠ (উত্তরাখণ্ড), কুরুক্ষেত্র (হরিয়ানা), সিরসা (হরিয়ানা) এবং সুরাতগঢ় (রাজস্থান) থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

উত্তরবঙ্গের কোন জেলায় কখন গ্রহণ দেখা যাবে এবং সূর্যের সবথেকে বেশি অংশ কখন ঢাকা পড়বে, তা দেখে নিন এক ঝলকে

১) উত্তর দিনাজপুরে সূর্যগ্রহণ শুরু হবে সকাল ১০ টা ৪৫ মিনিটে। চলবে দুপুর ২ টো ১৬ মিনিট পর্যন্ত। গ্রহণ তুঙ্গে উঠবে বেলা ১২ টা ৩৪ মিনিটে।

২) ইংরেজ বাজারে সকাল ১০ টা ৪৫ মিনিটে গ্রহণ শুরু হবে। দুপুর ২ টো ১৬ মিনিট পর্যন্ত চলবে। গ্রহণ তুঙ্গে উঠবে বেলা ১২ টা ৩৪ মিনিটে।

৩) কালিয়াচকে গ্রহণ শুরু হবে সকাল ১০ টা ৪৫ মিনিটে। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩৪ মিনিটে। চলবে দুপুর ২ টো ১৬ মিনিট পর্যন্ত।

৪) কালিয়াগঞ্জে গ্রহণ শুরু হবে সকাল ১০ টা ৪৬ মিনিটে। চলবে দুপুর ২ টো ১৭ মিনিট পর্যন্ত। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩৫ মিনিটে।

৫) কার্শিয়াংয়ে গ্রহণ শুরু হবে ১০ টা ৪৬ মিনিটে। সবথেকে বেশি গ্রহণ দেখা যাবে বেলা ১২ টা ৩৫ মিনিটে। চলবে দুপুর ২ টো ১৬ মিনিট পর্যন্ত।

৬) বাগডোগরায় সকাল ১০ টা ৪৬ মিনিটে শুরু হবে গ্রহণ। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩৫ মিনিটে। চলবে দুপুর ২ টো ১৬ মিনিট পর্যন্ত।

৭) মাটিগাড়াতে গ্রহণ শুরু হবে ১০ টা ৪৭ মিনিটে। সবথেকে বেশি গ্রহণ দেখা যাবে বেলা ১২ টা ৩৫ মিনিটে। চলবে দুপুর ২ টো ১৬ মিনিট পর্যন্ত।

৮) জলপাইগুড়িতে সকাল ১০ টা ৪৭ মিনিটে গ্রহণ শুরু হবে। চলবে দুপুর ২ টো ১৭ মিনিট। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩৫ মিনিটে।

৯) কালিম্পংয়ে গ্রহণ শুরু হবে সকাল ১০ টা ৪৭ মিনিটে। চলবে দুপুর ২ টো ১৬ মিনিট পর্যন্ত। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩৫ মিনিটে।

১০) বালুরঘাটে সকাল ১০ টা ৪৭ মিনিটে গ্রহণ শুরু হবে। দুপুর ২ টো ১৮ মিনিট পর্যন্ত চলবে। গ্রহণ তুঙ্গে উঠবে বেলা ১২ টা ৩৬ মিনিটে।

১১) দক্ষিণ দিনাজপুর : গ্রহণ শুরু হবে ১০ টা ৪৭ মিনিটে। সবথেকে বেশি গ্রহণ দেখা যাবে বেলা ১২ টা ৩৬ মিনিটে। চলবে দুপুর ২ টো ১৮ মিনিট পর্যন্ত।

১২) মাদারিহাট এবং ফালাকাটাতে সকাল ১০ টা ৪৯ মিনিটে গ্রহণ শুরু হবে। চলবে দুপুর ২ টো ১৮ মিনিট পর্যন্ত। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩৮ মিনিটে।

১৩) ধূপগুড়িতে গ্রহণ শুরু হবে ১০ টা ৪৯ মিনিটে। সবথেকে বেশি গ্রহণ দেখা যাবে বেলা ১২ টা ৩৭ মিনিটে। চলবে দুপুর ২ টো ১৮ মিনিট পর্যন্ত।

১৪) আলিপুরদুয়ারে সকাল ১০ টা ৫০ মিনিটে গ্রহণ শুরু হবে। সবথেকে বেশি গ্রহণ দেখা যাবে বেলা ১২ টা ৩৯ মিনিটে। গ্রহণ চলবে দুপুর ২ টো ১৯ মিনিট পর্যন্ত।

১৫) দিনহাটা এবং তুফানগঞ্জে গ্রহণ শুরু হবে সকাল ১০ টা ৫০ মিনিটে। চলবে দুপুর ২ টো ১৯ মিনিট। সূর্যের সবথেকে বেশি অংশ ঢাকা পড়বে বেলা ১২ টা ৩৯ মিনিটে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here