শ্যামল রায়,কাটোয়াঃ
সাম্প্রতিককালে বিভিন্ন স্কুলে বিদ্যুৎ বিল বাবদ খরচ অনেকটাই বেড়ে গিয়েছে তাই বিদ্যুৎ খরচ কমানোর জন্যই সৌরবিদ্যুৎ প্রকল্পের উপর জোর দেওয়া হয়েছে।কেতুগ্রামের কেউগুড়ি উচ্চ বিদ্যালয় সৌর বিদ্যুতের মধ্যে দিয়ে আলোর ব্যবস্থা সহ ফ্যান চালানো হবে। এইজন্য স্কুল চত্বরে সোলার প্যানেল বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে।
স্কুল থেকে উৎপন্ন সৌর বিদ্যুৎ রাজ্য বিদ্যুৎ পর্ষদের মাধ্যমে এলাকাতেও সরবরাহ করা হবে বলে জানা গিয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার মন্ডল জানিয়েছেন যে রাজ্য সরকার স্কুলগুলিতে ও এবার সৌরশক্তিকে কাজে লাগাতে চাইছে তাই আমরাও সৌর বিদ্যুতের ব্যবহার করতে উদ্যোগী হয়েছি।
প্রধান শিক্ষক আরও জানিয়েছেন যে স্কুলের বিদ্যুতের জন্য তিন মাসে আমাদের প্রায় ছয় হাজার টাকা ব্যয় করতে হয়।সৌর বিদ্যুতের মাধ্যম দিয়ে বিদ্যুতের ব্যবহার করলে আমাদের এই টাকা দিয়ে বিদ্যালয় এর অন্যান্য উন্নয়ন খাতে ব্যবহার করতে পারব।
স্কুল সূত্রে আরো জানা গিয়েছে যে সৌরশক্তি ব্যবহারের ফলে ভূ-গর্ভস্থ শক্তির ব্যবহার কমিয়ে প্রাকৃতিক শক্তিকে কাজে লাগাতে পারলে খরচ কমবে পাশাপাশি দূষণ ও কম হবে।সৌর প্যানেল বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে।কাটোয়া মহকুমার তিনটি স্কুলে সৌর বিদ্যুতের কাজ হবে।এর মধ্যে তিনটি স্কুল রয়েছে কেতুগ্রামে।
কেতুগ্রামের ওই স্কুলের জন্য সৌর বিদ্যুতের জন্য ব্যয় হবে সাতলক্ষ টাকা।এই প্রজেক্ট থেকে ১০ কিলো ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে।
আরো জানা গিয়েছে যে পূর্ব বর্ধমান জেলায় এই রকম ৪০টি স্কুলে সৌর বিদ্যুতের প্রকল্প গড়ে উঠবে।জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন যে জেলা পরিষদ ভবনে বিদ্যুৎ প্যানেল বসানোর কাজ শুরু হয়েছে।রাজ্য সরকার রাজ্যে প্রথম পর্যায়ে এক হাজার স্কুলে সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করবে।তাই কেতুগ্রামেও স্কুলে শুরু হয়েছে সৌর বিদ্যুতের কাজ।
আরও পড়ুনঃ মঙ্গলকোট কাটোয়ায় পঞ্চায়েতের বোর্ড গঠন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584