আউসগ্রামে কঠিন-তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন

0
890

শ্যামল রায়,বর্ধমানঃ

পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ২ নম্বর ব্লকের কোটা গ্রাম পঞ্চায়েত এলাকার বড় রামপুরের কঠিন তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন করলেন আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার।উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ কাকলি রাজা ও জেলা জনস্বাস্থ্য দফতরের আধিকারিক তপন পাল এবং বিডিও সুরজিৎ ভর ও পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দার আলী প্রমুখ।
সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজিৎ ভর জানিয়েছেন এই ব্লকের মধ্যে এখানেই প্রথম এই প্রকল্পটি চালু করা হলো খরচ হয়েছে ২৪ লক্ষ টাকা।
এই প্রকল্পের মাধ্যমে কয়েকজনের কর্মসংস্থান হবে সংখ্যা আরো বাড়বে প্রকল্পকে কেন্দ্র করে এক বায়ো গ্যাস প্লান্ট করার পরিকল্পনা রয়েছে আগামী দিন।পঞ্চায়েত সূত্রে আরো জানা গিয়েছে যে,একশো দিনের কাজের প্রকল্প এবং পঞ্চায়েতের অন্যান্য তহবিল থেকে এই প্রকল্পটি তৈরি করা হয়েছে।পঞ্চায়েত এলাকার প্রতিটি পরিবারে দু’টি করে বালতি দেওয়া হয়েছে। সবুজ বালতিতে পচনশীল বর্জ্য পদার্থ আর অপরটিতে অপচনশীল বর্জ্য পদার্থ ফেলা হবে।প্রতিদিন সকাল বেলা এসে নিয়ে যাবে এবং জৈব সার তৈরি করে বিক্রি করা হবে।এলাকা কি প্লাস্টিক মুক্ত করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে জানা গিয়েছে পঞ্চায়েত সমিতি সূত্রে খবর তার জন্য এলাকার মানুষদের সচেতনতা বাড়ানো হবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here