মোবাইলের দোকান চুরির কিনারা,ধৃত দুই

0
121

মনিরুল হক, কোচবিহারঃ

এক সপ্তাহের মধ্যে এক মোবাইলের দোকানে চুরি হওয়ার ঘটনার কিনারা করল পুলিশ। রবিবার কোচবিহার জেলার মাথাভাঙ্গার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার তার নিজের দফতরে সাংবাদিক সম্মেলন করে ওই চুরির কিনারা হওয়ার ঘটনা জানিয়েছেন।তিনি জানান,মোবাইল চুরির ঘটনায় ধৃত ওই দুই যুবকের নাম গোপাল বর্মণ(১৮) ও গৌতম মল্লিক(১৯)। তাদের দুই জনের বাড়ি মাথাভাঙ্গা ব্লকের ফকিরাকুটি এলাকায়।তাদের দুজনের কাছ থেকে মোট ২২টি মোবাইল উদ্ধার করা হয়।যার আনুমানিক মুল্য প্রায় ২ লক্ষ টাকা।আজ ধৃত ওই দুজনকে মাথাভাঙ্গা আদালতে তোলা হবে।

Solve of Theft at Mobile Shop
উদ্ধার হওয়া মোবাইল সহ ধৃত অভিযুক্তরা।নিজস্ব চিত্র

গত ৮ ডিসেম্বর মাথাভাঙ্গা শহরের একটি দোকানে চুরি হয়।সেই ঘটনার পর দোকানে মালিক থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগ পেয়ে মাথাভাঙ্গা মহকুমার পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল, মাথাভাঙ্গা থানার আইসি প্রদীপ সরকার, সহ অন্যান তদন্তকারী অফিসারদের নিয়ে একটি টিম তৈরি করা হয়।তারপর শহর জুড়ে অভিযানে নামে পুলিশ। ১৩ ডিসেম্বর গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা থানার অন্তর্গত ফকিরাকুটি এলাকা থেকে গোপাল বর্মণ নামে একজনকে গ্রেপ্তার করে।সে ওই মোবাইলের দোকানের কর্মচারী বলে জানা গিয়েছে।সেই সময় তার কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়।তাকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনের নাম জানা যায়।সেই তথ্যের ভিত্তিতে ১৪ই ডিসেম্বর গৌতম মল্লিক নামে আরও এক যুবককে নিজের বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। তার বাড়িও মাথাভাঙ্গা ব্লকের ফকিরাকুটি এলাকায়।তার কাছ থেকে ২০টি মোবাইল উদ্ধার করা হয়। তবে এই ঘটনার সাথে অন্য কোন চক্র জড়িত আছে কিনা সেটা তদন্ত করে দেখছে পুলিশ।ধৃতদের আজ আদালতে তোলা হবে।

আরও পড়ুন: মহিলাদের জনপ্রিয় রিয়্যালিটি শো এর অডিশন ঘিরে উন্মাদনা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here