১ জুলাই থেকে ব্যাঙ্কিং পরিষেবা, ইনকাম ট্যাক্স রিটার্ন সহ অনেকক্ষেত্রে চালু হবে নতুন নিয়ম

0
87

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

আগামী ১ জুলাই থেকে ব্যাঙ্কিং পরিষেবা সহ বেশ কিছু ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে, যার অনেকগুলিই সরাসরি আঘাত হানতে পারে মধ্যবিত্তের পকেটে। ব্যাঙ্কিং পরিষেবা ছাড়া যারা এখনো আয়কর রিটার্ন ফাইল করেননি তাঁদের জন্যও লাগু হবে নতুন নিয়ম।

ATM serivice | newsfront.co
প্রতীকী চিত্র

পরিবর্তনের হাইলাইটস :

বাড়ছে এসবিআই এটিএম চার্জ: গ্রাহকরা চারটি এটিএম উইথড্রয়াল পাবেন নি:শুল্ক, তারপর থেকে প্রতিটি এটিএম উইথড্রয়ালে লাগবে ১৫ টাকা চার্জ এবং জিএসটি।

বাড়ছে এসবিআই-এর চেক বইয়ের দাম: গ্রাহকরা এক আর্থিক বছরে ১০ পাতার চেকবই পাবেন বিনামূল্যে। পরবর্তী প্রত্যেক ১০ পাতার চেকবই এর গুনতে হবে ৪০টাকা করে সাথে জিএসটি। ২৫ পাতার চেকবইএর ক্ষেত্রে ৭৫ টাকা এবং জিএসটি। তবে বরিষ্ঠ নাগরিকদের ক্ষেত্রে এই চার্জ লাগবে না।

এলপিজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন: প্রতি মাসের পয়লা তারিখে এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়। এখনো পর্যন্ত কোন কোম্পানি যদিও পরিবর্তিত মূল্য ঘোষণা করেনি, তবে পেট্রোল-ডিসেলের মূল্যবৃদ্ধি থেকে আশংকা করা হচ্ছে দাম বাড়বে এলপিজি সিলিন্ডারেরও।

আয়কর রিটার্ন জমা না দিলে অতিরিক্ত টিডিএস: গত ২ বছর যাঁরা আয়কর রিটার্ন জমা করেননি, তাঁদের আয়ের উৎস থেকে অতিরিক্ত ট্যাক্স (টিডিএস) কেটে নেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের। তবে যাঁদের টিডিএস এর পরিমাণ ৫০,০০০ টাকা বা তার বেশি এটি তাঁদের জন্য।

সিন্ডিকেট ব্যাংকের IFSC কোড পরিবর্তন: কানাড়া ব্যাঙ্কের সাথে সিন্ডিকেট ব্যাংকের মার্জ হয়ে যাওয়ায় লেনদেন প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে চলতে পারে সেজন্য পরিবর্তন হবে IFSC কোড। দুই ব্যাঙ্কের গ্রাহকরাই পাবেন নতুন চেকবই। অন্ধ্র ব্যাংক ও করপোরেশন ব্যাংক ও মার্জ করে ইউনিয়ন ব্যাংকের সাথে। সেজন্য এই ব্যাংকের গ্রাহকদের ক্ষেত্রেও হবে নতুন চেকবই।

হিরো মোটর কর্পের যাবতীয় পণ্যের মূল্যবৃদ্ধি: গত সপ্তাহে সংস্থা ঘোষণা করেছে ১ জুলাই থেকে বাড়ছে তাদের তৈরি যাবতীয় পণ্যের মূল্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here