আপাতত বন্ধ থাকছে স্কুল, কমছে ২০২১ সালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সিলেবাস, জানালেন শিক্ষামন্ত্রী

0
231

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

স্কুল খোলা নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারল না রাজ্য স্কুল শিক্ষা দফতর। পুজোর পরে বা নভেম্বর মাসে স্কুল খোলা নিয়ে চিন্তাভাবনা করলেও সংক্রমনের পরিস্থিতি দেখে এখনো সাহস পদক্ষেপ নিতে নারাজ রাজ্য প্রশাসন। আপাতত স্কুল বন্ধ থাকছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

partha chatterjee | newsfront.co
পার্থ চট্টোপাধ্যায়। ফাইল চিত্র

সংশ্লিষ্ট মহলের ধারণা ভ্যাকসিন না এলে সম্ভবত স্কুল কলেজ খোলা হবে না।তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবং সিলেবাস কমিটির প্রস্তাব মেনে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কাটছাঁটের প্রস্তাবে সায় দিল রাজ্য সরকার।

আরও পড়ুনঃ সারা বাংলায় অমিই পর্যবেক্ষক…বাঁকুড়া থেকে হুঁশিয়ারি মমতার

জানা গিয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কাটছাঁট করা হবে। বুধবার এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।বিভিন্ন অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে মানবিকতার খাতিরে সিলেবাস কমানোর অনুরোধ আসছিল।

আরও পড়ুনঃ ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে জনসভায় বেলাগাম অগ্নিমিত্রা

সেই কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হল স্কুল শিক্ষা দফতর। বিষয়ভিত্তিক কী কী কমানো হচ্ছে তা মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিফিকেশন করে জানিয়ে দেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here